গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার চালক ও চারযাত্রী নিহত হয়েছেন।আজ মঙ্গলবার (৩ মে) বিকালে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। নিহতদের মধ্যে দুই জন নারী ও তিনজন পুরুষ।
সংবাদমাধ্যমকে এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন।
তিনি জানান, একটি বাস টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। আর সফিপুর ফ্লাইওভারের পূর্বপাশে যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা সড়কের বাম দিকে যাচ্ছিল।
তখন বাসের চাপায় অটোরিকশার এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা গুরুতর আহত চারজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানিয়েছেন।