র্যাব-৫ নাটোর ক্যাম্প, এবং সিপিসি-১, র্যাব-১২, কুষ্টিয়া এর যৌথ অভিযানে গতকাল বৃহস্পতিবার (২৬ আগস্ট) রাত সাড়ে ৯ টার দিকে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার কৃষ্টগঞ্জ এলাকা হতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হত্যা মামলার আসামী’কে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য যে, গত ২৫ জুলাই ২০০৯ তারিখে বিকাল ৪ টার দিকে বাড়ি ফেরার পথে কুমারখালির মনোহরপুর গ্রামের হাতির সাঁকো রেললাইন এলাকায় প্রকাশ্য দিবালোকে দুর্বৃত্তরা অতর্কিত গুলি বর্ষণ ও ছুরিকাঘাত করে কুষ্টিয়া জেলার কুমারখালী থানার কয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামিল হোসেন বাচ্চুকে নির্মমভাবে হত্যা করে।
স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একটি অস্ত্রধারী সন্ত্রাসী বাহিনীর হাতে হত্যার শিকার হন ওই চেয়ারম্যান। এতে অভিযান পরিচালনা করে হত্যা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী কুষ্টিয়া জেলার কুমারখালী থানার বানিয়াপাড়া গ্রামের মোঃ মানিক (৬৫) কে গ্রেফতার করা হয়। কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান স্বাক্ষরিত মেইলের মাধ্যমে তথ্যটি নিশ্চত করেছেন।