র্যাব–১২, সিপিসি–১, কুষ্টিয়া ক্যাম্পের একটি দল আজ বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) নকল ও অবৈধ পণ্য সামগ্রী তৈরি ও বিক্রয় বিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানে কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এবং মোছাঃ খাদিজা খাতুন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, কুষ্টিয়া এর নেতৃত্বে কুষ্টিয়া জেলার সদর থানাধীন ২টি প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে নকল ও অবৈধ পণ্য সামগ্রী তৈরি ও বিক্রয় বিরোধী ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সায়েম ফুড এন্ড বেভারেজ এর মালিক মোঃ মিজানুর রহমান (৩৫)কে ১ লাখ টাকা জরিমানা, ওয়েস্টার্ন হোমিও ল্যাবরেটরীজ এর মালিক মোঃ আজিজুর রহমান (৫৬) কে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা প্রদান করেন।