র্যাব–১২, সিপিসি–১, কুষ্টিয়া ক্যাম্পের একটি আজ রোববার (৫ সেপ্টেম্বর) দুপুরে কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এবং মোছাঃ খাদিজা খাতুন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, কুষ্টিয়া এর নেতৃত্বে কুষ্টিয়া জেলার সদর থানাধীন ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ও বিআরটিএ অফিস চত্তর এলাকায় উপস্থিত হয়ে দালাল বিরোধী ভ্রাম্যমান আদালত পরিচালনা করে।
এসময় মোঃ হামিদ হোসেন রাজিব (৩৮), মোঃ রিয়াজুল ইসলাম(৪১), মমিনুর রহমান(২৮), প্রত্যেককে ২১ দিন বিনাশ্রম কারাদন্ড ও মোঃ আকুল হোসেন (৩২), মোঃ রফিকুল ইসলাম (৩৩), মোঃ জাহাঙ্গীর আলম (৩৮), কে ২১ দিন, ২১দিন, ০৭ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৪৪ ধারার তাদের সাজা দেয়া হয়েছে ।
কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান প্রেরিত মেইলের মাধ্যমে তথ্য নিশ্চিত করা হয়েছে।