র্যাব–১২, সিপিসি–১, কুষ্টিয়া ক্যাম্পের একটি দল ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও বিক্রয় বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এবং মোছাঃ খাদিজা খাতুন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, কুষ্টিয়া এর নেতৃত্বে কুষ্টিয়া জেলার সদর থানাধীন ৫ টি রেস্টুরেন্ট ও বেকারিতে উপস্থিত হয়ে ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও বিক্রয় বিরোধী ভ্রাম্যমান আদালত পরিচালনা করে।
ওভাল ফুড প্রডাক্টস, চৌড়হাস, কুষ্টিয়া, খেয়া রেস্টুরেন্ট, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া, মৌবন রেস্টুরেন্ট, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া, বনফুড কোং এন্ড রেস্টুরেন্ট, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া, শিল্পী হোটেল এন্ড রেস্টুরেন্ট, কুষ্টিয়া সদর কুষ্টিয়া প্রত্যেকটিকে (যথাক্রমে ২০,০০০/-, ২৫,০০০/-,৩৫,০০০/-, ১,০০,০০০/-, ২০,০০০/-) টাকা জরিমানা প্রদান করেন।