র্যাব–১২, সিপিসি–১, কুষ্টিয়া ক্যাম্পের একটি দল কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানাধীন গোসাইপাড়া গ্রামের মোঃ সাগর মন্ডল (৩২) বাসায় অভিযানে জাল ব্যান্ডরোল যুক্ত ৭,২৫০ প্যাকেট সাগর বিড়ি, ১,২০০ প্যাকেট জাল ব্যান্ডরোল যুক্ত শাহীন বিড়ি ও ৪,৫৫০ টি জাল ব্যান্ডরোল উদ্ধার করা হয়। আটককৃত সাগর মোঃ আব্দুল হান্নান মন্ডল ছেলে।
আজ বুধবার (১ সেপ্টেম্বর) বিকেলে অিভিযানে তাদের আটক করা হয়।
এসময় মোঃ সাগর মন্ডল এর পিতা মোঃ আব্দুল হান্নান মন্ডলকেও আটক করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত সহ পলাতক আসামীদ্বয়ের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান স্বাক্ষরিত মেইলের মাদ্যমে তথ্যটি নিশ্চিত করা হয়।