র্যাব–১২, সিপিসি–১, কুষ্টিয়া ক্যাম্পের একটি দল আজ মঙ্গলবার (৩১ আগস্ট) রাতে কুষ্টিয়া জেলার সদর থানাধীন খাজানগর গ্রামের সুমনকে মাদকসহ আটক করেছে। এসময় তার নিকট থেকে ৩৫৪ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।
একই সাথে ১৪ গ্রাম হেরোইনসহ সুমন আহমেদ (২১) আটক করা হয়। সুমন ওই এলাকার মোঃ আলী জিন্নাহ ছেলে। কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান কতৃক প্রেরিত মেইলে তথ্যটি নিশ্চিত করা হয়।