কুষ্টিয়ায় বাংলাদেশ পোস্টম্যান ও ডাক কর্মচারী ইউনিয়নের নির্বাচনী সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে বৃহত্তর কুষ্টিয়া জেলা (জাতীয় শ্রমিকলীগের অন্তর্ভূক্ত রেজি নং বি ২১২৯) কুষ্টিয়ার মিলপাড়া মহিলা শ্রমিকলীগের কার্যালয়ে বাংলাদেশ পোস্টম্যান ও ডাক কর্মচারী ইউনিয়নের কুষ্টিয়ার সভাপতি হামিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইউনিয়নের সাধারন সম্পাদক আব্দুস সালাম।
এসময় আরও বক্তব্য রাখেন ইউনিয়নের সহ-সভাপতি এনামুল হক, যুগ্ন সম্পাদক নুরুজ্জামান, যুগ্ন সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, সহ-সম্পাদক আব্দুল হান্নান, যুগ্ন সম্পাদক রাকিবুল ইসলাম,যুগ্ন সম্পাদক রকিবউদ্দিন, সহ-সভাপতি বজলুর রহমান, সহ-সম্পাদক জাহান বক্স, সহ-সভাপতি গোলাম আলী, সহ-সভাপতি শুকুর আলী, সুন্নত আলী, কার্যকারী সভাপতি আশরাফ উদ্দিন শাহীন, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, সদস্য মাহাবুর রহমান, সদস্য নজরুল ইসলাম, সাধারন সম্পাদক লোকমান হোসেন, সদস্য সমর কুমার বিশ্বাস, গোলাম মস্তফা, শ্রী অধেন্দ্র চ্যটোর্জী, নূর আহসান, মহিলা সম্পাদিকা বিউটি রানী দাস কুষ্টিয়া, চুয়াড্ঙ্গাা,রাজবাড়ী,মেহেরপুরের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সভায় নির্বাচন কমিশন ২০২১ চেয়ারম্যান নুরুজ্জামান ও সদস্য প্রনব বিশ্বাস ও জাকির হোসেন দায়িত্ব পান। বক্তারা, কেন্দ্রিয় কমিটি এই সভার সিদ্ধান্ত মোতাবেক কিভাবে নির্বাচন প্রক্রিয়া করবেন কেন্দ্রীয় কমিটি কর্তৃক নির্বাচন কমিশনের ব্যবস্থা গ্রহনের দাবী জানান।