গাজীপুরের কালিয়াকৈরে উপজেলার মাটিকাটা এলাকায় রেলওয়ে জমিতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন রেলওয়ে নিবার্হী ম্যাজিস্ট্রেট জুয়েল মিয়া।
রোববার (২৭ অক্টোবর) সকাল থেকে উপজেলার মাটিকাটা এলাকায় এ অভিযান চালাচ্ছেন কর্তৃপক্ষ।
জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলা মাটিকাটা এলাকায় রেল লাইনের দুই পাশে শত শত ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান করেছে এলাকার প্রভাবশালী।
এসব স্থাপনা তৈরি করতে প্রভাবশালীরা নিয়েছে মোটা অংকের অর্থ।
রেলওয়ের কর্তৃপক্ষের নজরে আসলে রোববার সকাল থেকে রেলওয়ে সিনিয়র সহকারী নির্বাহী প্রকৌশলী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুয়েল মিয়ার নেতৃত্বে সকাল থেকে মাটিকাটা এলাকায় রেলওয়ে দুপাশে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন।
এ পর্যন্ত প্রায় দেড় শতাধিক অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে।
এ অভিযান অব্যাহত থাকবেন বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। অভিযানে এসময় উপস্থিত ছিলেন, রেলওয়ে কর্মকর্তা, কর্মচারী, পুলিশ সদস্যবৃন্দ।