গাজীপুরের কালিয়াকৈরের তেলিরচালা পুকুরে ভাসছিল এক নারী ও শিশুর মরদেহ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে তেলিরচালা এলাকার একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় মরদেহ দুটি উদ্ধার করা হয়। স্থানীয়দের ধারনা মরদেহ দুটি মা ও ছেলে হতে পারে । তবে পুলিশ এখনও কোন পরিচয় জানাতে পারেনি । ওই নারীরে বয়স আনুমানিক বয়স ২৮ বছর এবং শিশুর বয়স আড়াই বছর।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে স্থানীয় পুকুরে মরদেহ দেখতে পায়। এলাকাবাসী পুলিশে খবর দিলে দুপুরে মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় । নিহত নারী পড়নে ছিলো নীল রঙ্গের ছাপা থ্রি পিছ ও শিশুর পড়নে ছিলো হলুদ রঙ্গের টি শার্ট। এলাকাবাসীর ধারনা মরদেহ দুটি মা ও ছেলের হতে পারে।
মৌচাক ফাড়ির ইনচার্জ পরিদর্শক মহিদুল ইসলাম জানান
, স্থানীয়দের খবর পেয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেয়ে মরদেহের পরিচয় ও হত্যা বা আত্নহত্যার বিষয় নিশ্চিত করা যাবে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।