গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের আমতৈল এলাকার এক ব্যবসায়ীর কাছে চাঁদার টাকা না পেয়ে ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে। এতে ওই ব্যবসায়ীসহ পরিবারের লোকজনের মাঝে আতঙ্কে দিন কাটচ্ছে।
ওই ঘটনায় বুধবার (০২ অক্টোবর) দুপুরে শহিদুল ইসলাম থানায় হাজির হয়ে একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের আমতৈল এলাকার শহিদুল ইসলাম দীর্ঘদিন যাবত কাঠ ব্যবসা করে পরিবার নিয়ে কোনো রকম দিন যাপন করে আসছে। দীর্ঘদিন ধরে ওই এলাকার জুম্মান মিয়া রুহুল,শফিকুলসহ কয়েক জন যুবক ওই ব্যবসায়ীর কাছে টাকা দাবি করে আসছে।
টাকা দিতে অশিকার করায় ব্যবসায়ীকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার হুমকি দেন।
এসময় তারা ব্যবসা প্রতিষ্ঠান বিকৃতি ছবি তুলিয়া সামাজিক যোগাযোগে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। ব্যবসা করতে গেলে প্রতি মাসে তাদেরকে চাঁদা দিয়ে ব্যবসা করতে হবে। জুম্মান মিয়া আরও বলেন এবিষয়ে যদি বাড়াবাড়ি করিস তাহলে তুকে খুন করে ফেলবো।
ওই ঘটনায় পর থেকে শহিদুল ইসলাম ও তার পরিবারের লোকজন আতঙ্কের মধ্যে দিন কাটছে । ওই ঘটনায় শহিদুল ইসলাম বুধবার দুপুরে থানায় হাজির হয়ে একটি অভিযোগ দায়ের করেন। ওই এলাকার জুম্মান মিয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।
এছাড়া একই এলাকার ব্যবসায়ী রহিমের কাছ থেকে ১লাখ ৪২ হাজার পাঁচ শত টাকা ধার নেয় জুম্মান মিয়া। পাওনা টাকা চাইতে গেলে টাকা না দিয়ে তাকে মেরে ফেলার হুমকি দেয়। এদিকে একই এলাকার ওয়াজুদ্দিন দীর্ঘদিন ধরে সরকারী জমি ভোগ দখল করে বসবাস করে আসছে। ওই জমি দখলের চেষ্টা করে জুম্মান মিয়া। ওই সমস্ত ঘটনায় জুম্মান মিয়ার নামে থানায় পৃথক চারটি অভিযোগ দায়ের হয়েছে।
এবিষয়ে জুম্মান মিয়ার মোবাইল নাম্বারে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। (০১৭১৫৫৮০২৮৮)
কালিয়াকৈর থানার ডিউটি অফিসার পুলিশের উপপরিদর্শক (এসআই) সামিয়া রহমান জুথি জানান, এই বিষয়ে একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।