”কৃষিই সমৃদ্ধি” এই শ্লোগান কে সামনে রেখে কলারোয়ায় ২০২১-২২ অর্থ বছরে রবি মৌসুমে হাইব্রিড ও উফশী বোরো প্রনোদনা কর্মসূচির আওতায় উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনা মূল্যে হাইব্রিড বীজ এবং উফশী বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।
কলারোয়া উপজেলা কৃষি পুনবাসন বাস্তবায়ন কমিটির আয়োজনে উপজেলা নির্বাাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে উপজেলা পরিষদ অডিটরিয়ামে শুভ উদ্বোধনের মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনা মূল্যে হাইব্রিড বীজ এবং উফশী বীজ ও সার বিতরণ করা হয়।
২০২১-২২ অর্থ বছরে রবি মৌসুমে বোরো ধানের উচ্চ ফলনশীল উফশী জাতের বীজ ও সার বিনামূল্যে ১৬০০ জন উপকারভোগী কৃষকের মাঝে ৮০০০ কেজি (ব্রি দান-৬৭,ব্রি ধান ৭৪ব্রি ধান -৮১ ও বিনা ধান-১০) এবং ডিএপি সার ১৬০০০কেজি, এমওপি সার ১৬০০০ কেজি, এবং এসএল -৮এইচ জাতের বীজ ২৫০০ জন উপকারভোগী কৃষকের মাঝে ৫০০০ কেজি হাইব্রিড এসএল-৮এইচ বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা -১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এ্যাডঃ মুস্তফা লুৎফুল্লাহ।
এ সময় আরো উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ এমরান হোসেন,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম লাঙ্গলঝাড়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম এবং সোনাবাড়ীয়া ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ বেনজির হেলালসহ প্রান্তিক কৃষকগণ।