সাতক্ষীরার কলারোয়া উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল দিবসের অনুষ্ঠান হলেও দেয়াড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে হয়নি কোন অনুষ্ঠান। সরকারী নির্দেশনা অনুযায়ী প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে চিত্র অঙ্কন প্রতিযোগিতা, আবৃত্তি ও আলোচনা সভা করার নির্দেশনা থাকলেও এ স্কুলে রাসেল দিবসের দিনে কোন শিক্ষক স্কুলে উপস্থিত দেখা যায়নি।
সরেজমিনে সকাল ১০ টার সময় স্কুলে যেয়ে দেখা যায় স্কুলের অফিস কক্ষ তালা বদ্ধ এবং কোন ছাত্র-ছাত্রী উপস্থিতি লক্ষ করা যায়নি। দেয়াড়া গ্রামের এক অভিভাবক সোহারাব জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এক সহকারী শিক্ষক স্বামী-স্ত্রী হওয়ায় তারা তাদের ইচ্ছা মত স্কুল চালায়। এটা দেখার কেউ নেই।
তিনি উদ্ধর্তন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক রাবেয়া খাতুনের মোবাইলে যোগাযোগ করা হলে তার ব্যবহৃত নম্বরটি বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসারের কাছে জানতে চাইলে তিনি জানান, আমি এখানে নতুন এসেছি সকল প্রতিষ্ঠান এখনও চিনি না। তবে সকল শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল দিবসের কর্মসূচি পালনের নির্দেশনা দেওয়া হয়েছে যদি কেউ না পালন করে থাকে তাহলে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।