সাতক্ষীরার কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন ওসি নাসির উদ্দীন মৃধা। গত (২৩ই ডিসেম্বর) বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি কলারোয়া থানার ওসি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।
এর আগে বিদায়ী ওসি মীর খয়রুল কবিরকে বিদায় সংবর্ধনা ও নবাগত অফিসার ইনচার্জ (ওসি) কে বরণের আয়োজন করে থানা স্টাফ।
এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সদর সার্কেল অফিসার মীর আসাদুজ্জামান। সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিদায়ী ওসি মীর খায়রুল কবির, নবাগত ওসি নাসির উদ্দীন মৃধা ও ওসি তদন্ত হাফিজুর রহমান ও থানার সেকেন্ড অফিসার জসিম উদ্দীনসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, থানার সকল এসআই, এএসআইবৃন্দ এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
উলেখ্য,বাংলাদেশ পুলিশের নিয়মমাফিক বদলিজনিত কারনে বিদায় ও বরন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে বলে জানা যায়।