পাবনার আটঘরিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কয়রাবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ৫১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ( ৫ মার্চ) সারাদিন ব্যাপি ক্রীড়ানুষ্ঠানের শুরুতে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাকসুদা আক্তার মাসু ও দেবোত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মোহাঈম্মীন হোসেন চঞ্চল।
বিদ্যালয় মাঠে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিকেলে বিজয়ীদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন আটঘরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ শহিদুল ইসলাম রতন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস.এম শাজাহান আলী, উপজেলা একাডেমিক সুপার ভাইজার শিপ্রা রানী মন্ডল, ইউপি সদস্য মোঃ আকরাম হোসেন, মোঃ মোক্তার হোসেন, মহিলা ইউপি সদস্য মর্জিনা খাতুন প্রমুখ।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ হেলান প্রামানিকের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোঃ জিল্লুর রহমানের সার্বিক ব্যবস্থাপনা ও আমন্ত্রণে উপস্থিত ছিলেন আটঘরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বেলাল হোসেন, দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা খাতুন মায়া, বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ রজব আলী, ধলেশ্বর মাদ্রাসার সুপার মোঃ আব্দুস সামাদ, মালঞ্চি ইউপি সদস্য মোঃ মনিরুজ্জামান মুন্টুসহ এলাকার সকল স্তরের সমাজসেবক ও সুধিবৃন্দ।
ধারা বর্ণনায় ছিলেন মাওলানা শিক্ষক মো: আঃ মমিন, কৃষি শিক্ষক মোছাঃ ইশরাত জাহান।
ক্রীড়া পরিচালনা ও সহযোগিতায় ছিলেন সিনিয়র শিক্ষক সৈয়দ সাইফুল ইসলাম, জাহানারা খাতুন, তোফাজ্জল হোসেন, কেএম মোহাব্বত হোসেন, সহকারি শিক্ষক নাসির উদ্দিন, শিলা খাতুন, আঃ মালেক, মনোয়ার হোসেন, মানিক উদ্দিন, আশরাফুল আলম, আমেনা খাতুন প্রমুখ।
উক্ত বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাল্যবিয়ে, ইভটিজিং, যৌতুক বিষয়ের উপর নাটিকা উপস্থাপন করেন।
৪৭টি ইভেন্টে প্রতিযোগিতায় কয়রাবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রায় সাতশতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
এ জাতীয় আরো খবর..