আবারো ইয়াবা বিক্রেতারা শুরু করতেছে মরনঘাতি এই ব্যবসা। আইনশৃক্ষলা বাহিনীর সাথে বন্ধুক যুদ্ধে বহু মাদক ব্যবসায়ি নিহত হলেও আবারো তারা চাঙ্গা ভাবে।
তেমনী কক্সবাজারের টেকনাফে পুলিশ অভিযান চালিয়ে একটি গ্যাস সিলিন্ডারে তল্লাশি চালিয়ে ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসময় মাদক পাচারে জড়িত থাকায় এক বৃদ্ধকে আটক করা হয়।
আটক ব্যক্তি হলেন শেরপুর জেলার নকলা উপজেলার কান্দা পাড়া কৈয়াকুড়ি এলাকার মো. আছিম উদ্দিনের ছেলে রফিজ উদ্দিন (৫৩)। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান।
তিনি জানান, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে টেকনাফ মডেল থানার এসআই সজীব, এসআই সানাউল, এএসআই নাজিরের নেতৃত্বে পৌরসভার নাইট্যং পাড়া একটি টিকিট কাউন্টারের সামনে অভিযান চালায় পুলিশ। এসময় অভিনব কায়দায় গ্যাস সিলিন্ডারে লুকানো অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা। পরে ইয়াবাসহ আটক রফিজ উদ্দিনকে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।