প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে নোংরা ও কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে শরীয়তপুরের আদালতে মামলা হয়েছে। মানহানি ও বৈদেশিক সম্পর্ক বিনষ্ট করার ধারায় মামলাটি দায়ের করা হয়।
বৃহস্পতিবার শরীয়তপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে (পালং) মামলাটি দায়ের করেন শরীয়তপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন।
আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: শামছুল আলম মামলাটি আমলে নিয়ে সমন জারি করেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১ অক্টোবর বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী নাগরিক সমাজ আয়োজিত ‘বাংলাদেশ ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’ শীর্ষক আলোচনা সভায় বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল তার বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে জঘন্য, নোংরা, কুরুচিপূর্ণ বক্তব্য দেন। ওই বক্তব্যের ভিডিও ক্লিপ বিএনপির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং দেশের প্রথম সারির গণমাধ্যমে প্রচার করা হয়। এতে প্রধানমন্ত্রীর অন্তত ৫ কোটি টাকার মানহানি হয়েছে।
এমনটাই উল্লেখ করে মানহানি ও বৈদেশিক সম্পর্ক বিনষ্টের অভিযোগে এনে জাহাঙ্গীর হোসেন বাদি হয়ে বৃহস্পতিবার আদালতে মামলাটি দায়ের করেন।