বরগুনার আমতলী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে ৫ যাত্রী আহত হয়েছেন। এসময় আহত তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রবিবার(২৬ সেপ্টেম্বর) বিকেল ৩:৩০ মিনিটের দিকে আমতলী পৌরসভার ফায়ার সার্ভিস এলাকায় কুয়াকাটা-বরিশাল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত বিআরটিসি বাসটি কুয়াকাটা থেকে আমতলী হয়ে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিলো।
দুর্ঘটনা কবলিত বাসে থাকা ফোরকান সিকদার বলেন, বাসটি গতি বেশি থাকার কারণে হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে বাসে থাকা দুই শিশু মায়ের কোল থেকে পড়ে আহত হয়। আহত শিশুর বিস্তারিত পরিচয় এখনও পাওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করেছে। এখন দুর্ঘটনাকবলিত বাসটিকে উদ্ধারের কাজ চলছে।
আমতলী থানার অফিসার্স ইনচার্জ শাহ আলম হাওলাদার বলেন,খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। যাত্রীরা বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে বলে জানান ওই কর্মকর্তা।