পাবনার আটঘরিয়া পৌরসভার ২০২২-২০২৩ অর্থবছরের প্রায় ১৯ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার আটঘরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ শহিদুল ইসলাম রতন আনুষ্ঠানিক ভাবে এই বাজেট ঘোষণা করেন।
কাউন্সিলর, সাংবাদিক ও পৌর কর্মকর্তাদের নিয়ে ১৯ কোটি, ১লাখ, ৮৭ হাজর, ৭শ ৪৭ টাকা বাজেট ঘোষণা করেন।
আটঘরিয়া পৌরসভার হলরুমে আয়োজিত বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবোত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মোহাঈম্মীন হোসেন চঞ্চল, আটঘরিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ খাইরুল ইসলাম বাসিদ, পৌরসভার ভারপ্রাপ্ত সচিব সহকারী প্রকৌশলী জীবন কুমার রায়, উপ-সহকারী প্রকৌশলী আরিফুল ইসলাম, হিসাবরক্ষণ কর্মকর্তা কাজী নাজমুল হুসাইনসহ সাংবাদিক, কাউন্সিলর, সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ২০২২-২০২৩ অর্থবছরের জন্য ১৯ কোটি ১লাখ ৮৭ হাজর ৭শ ৪৭ টাকার প্রস্তাবিত ও সাধারণ বাজেট ঘোষণা করা হয়।