পাবনার আটঘরিয়ায় সড়ক দূর্ঘটনায় তিন জন আহত হয়েছে। আহতদের মধ্যে সবুজ হোসেনকে (২৪) মুমূর্ষু অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার বিকেলে টেবুনিয়া-চাটমোহর সড়কের আটঘরিয়া পৌরসভার থানাপাড়ায় নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আটঘরিয়া খাদ্যগুদাম হতে একটি ট্রাক ধান বোঝাই করে যাওয়ার পথে টেবুনিয়ার দিক থেকে আসা আরেকটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ড্রাইভারসহ তিন জন আহত হয়েছে। আহতরা হলেন ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়ার সবুজ হোসেন (২৪), জয়নগর গ্রামের হাশেম আলীর ছেলে শামীম হোসেন (২৬) অন্যজনের পরিচয় জানা যায়নি।
এ জাতীয় আরো খবর..