পাবনার আটঘরিয়ায় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার বাদ মাগরিব উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে কেক কাটার মাধ্যমে এই দিবস পালিত হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আয়োজনে এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ জহুরুল হক। বিশেষ অতিথির বক্তব্যদেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী সিদ্দিকী, আটঘরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমান রানা।
এসময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মোঃ শফিউল্লাহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুলফিকার হায়দার জুলির পরিচালনায় বক্তব্যদেন আলী সুজা মিঠু, সংগঠনের সাংগঠনিক সম্পাদক হাসান ইমাম বুলবুল, ফরিদুল ইসলাম বিদ্যুৎ, কাননসহ সকল সদস্য উপস্থিত ছিলেন।
এ জাতীয় আরো খবর..