বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ গত ১৬ বছরে গণতন্ত্রগামী বীর শহীদদের শ্রদ্ধা ও স্মরণে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করেছে আটঘরিয়া উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।
মঙ্গলবার(১৩ আগস্ট) উপজেলার একদন্ত ইউনিয়নের গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চৌকিবাড়ি উচ্চ বিদ্যালয়ে তারা এ কর্মসূচি পালন করেন।
এসময় পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও পাবনা জেলা ছাত্রদলের কার্যকারী সদস্য ইঞ্জিনিয়ার রকিবুল হাসান রানা বলেন, দীর্ঘ সময়ের দুঃশাসন থেকে আজ বাংলাদেশ মুক্ত হয়েছে। গণতন্ত্রকামী মানুষের বাক স্বাধীনতা ফিরেছে। সবাইকে ঐক্যবদ্ধ ভাবে সন্ত্রাসী আ.লীগ, ছাত্রলীগের গণহত্যা, নৈরাজ্য, চাঁদাবাজি প্রতিহত করার উদাত্ত আহবান জানাচ্ছি।
বৃক্ষরোপন কর্মসূচিতে আটঘরিয়া উপজেলা ও একদন্ত ইউনিয়ন ছাত্রদল নেতা তানভির, নুরআলম,জান্নাতুল, তুহিন, আপন, শাওন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ জাতীয় আরো খবর..