# কেউ কথা রাখে না
হেলেন রহমান আঁখি
=================================
মন ভালো নেই
তথাপিও পুরানো কিছু কথা
প্রতিশ্রুতি কেন জানি নে
স্মৃতির মুখোমুখি
দ্বার করাতে চায়।
সে পিছুটান কেন জানি না
পারছি না বুঝতে
উপেক্ষা করতে ইচ্ছে করছে না,
তাই কলম, ডায়েরী
হাতে নেয়া আর
কবিতা লিখতে বসা।
সে কথা দিয়েছিল
কখনও কোনোদিন ও
ভুলে যাবে না আমায়।
বলেছিল- জীবনের চলারপথে
যে কোন সময়ে যদি চাই
পেতে তার সান্নিধ্য বা দর্শন
সে বিনা বাক্য ব্যয়ে
রাখবে সে দাবী।
দ্বিতীয় বার ভাববে না কিছু
এক্ষেত্রে – জানিয়েছিল বিশ্বাসময়তায়।
আসলে সব সম্পর্ক… ই
একদিন হয়ে ওঠে ফিকে
অর্থহীন, বর্ণহীন,গন্ধহীন, স্বাদহীন।
কেউ রাখে না দেয়া কথা
ভুলে যায় নিরবে,
সরে যায় দূর হতে বহুদূরে
খুব বেশি অমনোযোগীতায়।