বরিশাল বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের নিয়ে মতবিনিময়র সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার ১৬ ই ফেব্রুয়ারী বরিশাল হোটেল গ্রান্ড পার্কে ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সাবেক গভর্নর বাংলাদেশ ব্যাংকের অধ্যাপক ডক্টর আতিউর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী, সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া, বিশ্ববিদ্যালয়টির রেজিস্টার মোঃ মনিরুল ইসলাম এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ এর ডিন দিলআফরোজ খানম।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে ডঃ আতিউর রহমান বলেন, স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে আমরা আজকে এই অনুষ্ঠানে কথা বলতে পেরেছি। অন্য দিকে বাংলাদেশে যে অভাবনীয় বিস্ময়কর উন্নয়ন ঘটে গেছে সেগুলো তোমরা অনুভব করতে পারো। আগামীতে এবং সেই ধারাকে আরো বেগবান করা দায়িত্ব তোমাদের।
তাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নেতৃত্বের আশায় আমরা বসে আছি। আমরা জানি বাংলাদেশ কি প্রতিকূলতার মধ্যে জন্ম হয়েছিল। ৫২ বছর আগে বাংলাদেশে মাত্র ৮ বিলিয়ন ডলার ছিল। আমরা স্বপ্ন দেখছি আর ১৫ বছর পর বাংলাদেশ হবে ১ হাজার বিলিয়ন ডলারে। শূন্য হাতে এদেশের হাল ধরেছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর সেখানে ৫২ বছর পর আজ এগিয়ে গিয়েছে বাংলাদেশের অর্থনীতি।
৫২ সালে যেখানে ৭০ থেকে ৮০ভাগ লোক ছিল দারিদ্র সীমার সেখানে এখন দারিদ্র সীমা মাত্র ১৮ শতাংশ নেমে এসেছে। ৯০ বিলিয়ন অর্থনীতি এখন ৪০০ থেকে ৫০০ মিলিয়নের অর্থনীতিতে রূপ নিয়েছে। প্রতিকূলতার আকাঙ্ক্ষা এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছের তার সাথে। সে দিক থেকে ভারত কিন্তু আগাতে পারেনি যতটা তাদের শক্তি। এই জন্য আমাদের কিন্তু বাংলাদেশ সঠিকনেতৃত্বের কারণে এগিয়ে যাচ্ছে।
তবে একটি বিষয় কৃষি আমাদের এগিয়ে নেয় যেকোনো দেশের তুলনায় অন্যতম কারণ কৃষি। জিডিপির ১১% যুক্ত করো। কৃষি এখনো অর্থনীতির পাশাপাশি ৫০ ভাগ কর্মসংস্থানের সৃষ্টি করে তাই কৃষি আমাদের রক্ষাকবচ।
পদ্মা সেতু হবার কারণে বরিশালে যেমন শিল্পায়ন ঘটছে ঠিক তেমনি পর্যটন শিল্প তৈরি হবে। মিল ইন্ডাস্ট্রি দেশের অনেক বড় হিসেবে কাজ করবে এই দক্ষিণাঞ্চল।
এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া কে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতৃত্ব দিচ্ছেন সমাজ উন্নয়নের সহযোগিতা করছেন এটা আমাদের জন্য গর্বের। ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ হবে পৃথিবীর ২৮ তম অর্থনৈতিক দেশ।