সোমবার, ২১ অক্টোবর ২০২৪, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুতা সময় দিতে হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা ইয়াবা গিলে ফেলেও রক্ষা পেলো না মাদক কারবারি শেখ হাসিনা ভারতে কি তার স্বামীর বাড়ী গেছেন পাবনায় – রিজভী আহমেদ ফায়ার সার্ভিসকে ইউএস অ্যাম্বাসির উদ্ধার সাজ-সরঞ্জাম হস্তান্তর মাদক গ্রহণ নির্ণয়কারী পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত ভর্তির উদ্যোগ ডোপ টেস্টে পজিটিভ হলে ভর্তি হতে পারবে না পবিপ্রবিতে গণধর্ষণের দেড় ঘন্টার মাথায় ৫ আসামী আটক কন্ঠ শিল্পী মরদেহ উদ্ধার মেঘনায় জেলে ও যাত্রীবাহী ট্রলার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ সীমান্ত খোকন স্বরণে শোকসভা ও দোয়া মাহফিল সাংবাদিকরা জাতির বিবেক ও সমাজের দর্পণ: আব্দুস সালাম বাকেরগঞ্জ উপজেলা বিএনপির ইউনিয়ন কমিটি গঠন স্থগিত

আইনজীবীদের ভোটে আওয়ামী লীগের কাছে ধোয়াশায় বিএনপি

বরিশাল অফিস
  • আপডেট টাইম : শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯২ বার

বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ব্যালটের মাধ্যমে সুষ্ঠু ভোটে বিএনপিকে ধোয়াশায় উড়িয়ে দিয়েছে আওয়ামী লীগ।

১১ পদের মধ্যে যুগ্ম সম্পাদকের একটি পদ ব্যতীত সভাপতি সম্পাদক সহ বাকি ১০ পদেই নিরঙ্কুশ জয় পেয়েছে আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ।

বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে জয়ী হয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক পদে একজন। ভোট গণনা শেষে শুক্রবার (১১ ফেব্রুয়ারি) ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আফজালুল করিম।

নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ থেকে ৪৮৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন লস্কর নুরুল হক। তার প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত এসএম সাদিকুর রহমান লিংকন পেয়েছেন ৩২৮ ভোট। স্বতন্ত্র প্রার্থী একেএম আলমগীর হোসেন পেয়েছেন ১০ ভোট।

সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনীত মোস্তাফিজুর রহমান নওশের ৫৩২ ও বিষ্ণুপদ মুখার্জী ৪০১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। বিপরীতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্রার্থী অসীম কুমার বাড়ৈ ৩৪৬ ও সৈয়দ মাসুম মিয়া রেজা ২৮৭ ভোট পেয়েছেন।

সাধারণ সম্পাদক পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনীত রফিকুল ইসলাম খোকন ৫৫৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ ইমন পেয়েছেন ২৫৯ ভোট।

অর্থ সম্পাদক পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনীত সাইফুল ইসলাম মোল্লা ৪৩৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত আ. মালেক পেয়েছেন ৩৬৮ ভোট।

যুগ্ম সম্পাদক পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত জাহিদুল ইসলাম পান্না ৪০৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। একই প্যানেলের বিউটি সুলতানা ৩৫৫ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

ওদিকে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনীত কাজী আবুল কালাম আজাদ ৪৬৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। বিপরীতে এই প্যানেলের অপর প্রার্থী হুমায়ুন কবির খান ৩৭৬ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

নির্বাহী সদস্যের ৪ পদেই জয়ী হয়েছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ। এর মধ্যে আনোয়ার হোসেন বাচ্চু পেয়েছেন ৫৫৪, আর্শিব উদ্দিন শাওন পেয়েছেন ৬২৬, আতিকুর রহমান খান রাজু পেয়েছেন ৫৫৮ ও সুমন বাড়ৈ ৪৫৯ ভোট পেয়েছেন।

বিপরীতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত শাহিন উদ্দিন মিয়া ১৯৪, ডায়েজ মোহাম্মদ রিয়াজ ৩৬৬, মিয়া খন্দকার মো. আব্দুস সোবাহান ১৯৭ ও মতিউর রহমান সেন্টু ৩১৫ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আফজালুল করিম জানিয়েছেন, ৯৭৫টি ভোটের মধ্যে ৮৩২ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য হয়েছে। ভোটগ্রহণ নিয়ে প্রার্থীদের কোনো অভিযোগ ছিল না।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মধ্যাহ্ন বিরতি দিয়ে ভোটগ্রহণ চলে। এর আগের বছর (২০২১) ১১ পদের মধ্যে ১০ পদে জয় পেয়েছিল আওয়ামী সমর্থিত আইনজীবীদের প্যানেল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com