বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শিশুর লাশ দাফনের ২ মাস পর কবর থেকে লাশ উত্তোলন পলাতক ইউপি সদস্যরা দিলেন চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা ভাষা সৈনিকের জীবনীর ওপর প্রতিযোগিতা : পুরস্কার বিতরণ বরিশালের শিক্ষার্থীকে শ্রোতা হানির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক অটিজম দিবস উপলক্ষে বরিশালে আলোচনা সভা বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিনব পন্থায় কফিন মিছিল আবারো উত্তাল বরিশাল বিশ্ববিদ্যালয় মোবাইল কোর্টের টাকা আত্মসাৎতের অভিযোগে আগৈলঝাড়ায় নিবার্হী কর্মকর্তার অফিসের সার্টিফিকেট সহকারীর বিরুদ্ধে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ নদীতে গোসল করতে নেমে মামা-ভাগ্নির মৃত্যু ববি’র বিজয় হলের প্রভোষ্টের পদত্যাগ

অভিযান-১০ লঞ্চটিতে অগ্নিকাণ্ড ও প্রাণহানির ঘটনায় ঝালকাঠি সদর থানায় মামলা

মো. নুরুজ্জামান, ঝালকাঠি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১
  • ১৬২ বার

ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী এমভি অভিযান-১০ নামের লঞ্চটিতে অগ্নিকাণ্ড ও প্রাণহানির ঘটনায় ঝালকাঠি সদর থানায় মামলা দায়ের হয়েছে।

মোমবার রাত সারে ১১টায় নিখোঁজ যাত্রীদের স্বজন মো. মনির হোসেন (৩৮) বাদি হয়ে ২৮০/২৮৫/২৮৭ এবং ৩০৪ক/১০৯ পেনাল কোর্ড ধারায় এ মামলাটি দায়ের করেন। ঝালকাঠি সদর থানার মামলা নম্বর ১২। এ মামলায় অভিযান-১০ লঞ্চের মালিক, চালকসহ ৮ জনকে আসামী করা হয়েছে।

মামলা রুজুর বিষয়টি নিশ্চিত করে ঝালকাঠি সদর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি অপারেশন) মো. মালেক জানার ঢাকা ডেমরা এলাকার খলিলুর রহমানের পুত্র মো. মনির হোসেনের লিখিত এযাহারটি গ্রহনকরে মামলা হিসেবে রুজু করা হয়েছে।

 

এতে যাদেরকে আসামী করা হয়েছে, তারা হলো: অভিযান-১০ লঞ্চের মালিক হামজালাল শেখ, লঞ্চে থাকা দুই মাষ্টার রিয়াজ সিকদার ও মো. খলিল, দুই ড্রাইভার মো. মাসুম ও কালাম, সুপারভাইজার মো. আনোয়ার, সুকানী আহসান এবং কেরানী কামরুল।

মামলার বাদি রাজধানীর ডেমরা থানার পুর্ব বক্সনগর এলাকার বাসিন্দা মো. মনির হোসেন আনন্দবার্তাকে বলেন, লঞ্চে আগুনের ঘটনায় এই লঞ্চে থাকা যাত্রী তার বোন তাসলিমা আক্তার (৩২), দুই ভাগনি সুমাইয়া আক্তার মীম (১৫) এবং সুমনা আক্তার তানিশা (১০) এবং ৭ বছর বয়সী ভাতিজা জোনায়েদ ইসলাম বায়জিত এখনো নিখোঁজ রয়েছে।

মনির হোসেন মামলার এযাহারে লিখেছেন রাতে লঞ্চের ইঞ্জিনে যখন ত্রুটি দেখা দেয় তখনো লঞ্চের ষ্টাফরা যাত্রীদের কাছ থেকে ভাড়া তুলতে থাকেন। লঞ্চটির নিচতলার পেছনের অংশে থাকা ইঞ্জিন রুমের ওখান থেকে যখন আগুন ধরে যায় তখন চালক ও ষ্টাফরা যাত্রীদের বাচাতে লঞ্চ তীরে ভেড়ানো বা নোঙ্গর করার চেষ্টাটুকও করেননি। বরং নিজেরা ঝাপিয়ে পরে পালিয়েছে। মামলায় এযাহারে লঞ্চটিতে নিরাপত্বা সামগ্রী ঘাটতির কথাও উল্লেখ করা হয়।

ঝালকাঠিতে লঞ্চ দুর্ঘটনায় এটি ২য় মামলা। এর আগে গত ২৫ ডিসেম্বর একই থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়। সেটিতে বাদি হয়েছেন ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের গ্রামপুলিশ মো. জাহাঙ্গীর হোসেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com