শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ০৫:৩১ অপরাহ্ন

অভিযানকালে ভুয়া ম্যাজিস্ট্রেট গ্রেপ্তার

রিফাত হোসেন, সাভার
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ১০৩ বার

ঢাকার ধামরাইয়ে কাওয়ালী পাড়া বাজারে বিভিন্ন দোকানে অভিযান পরিচালনার সময় দুই ভুয়া ম্যাজিস্ট্রেটকে আটক করেছে পুলিশ।

সোমবার (৭ ফ্রেরুয়ারি) বিকাল ৪ টায় কাওয়ালীপাড়া বাজারে থেকে তাদের আটক করা হয়।

আটককৃত মো. মাহাফুজুর রহমান খান(২৫) এবং মো. রুবেল হোসেন (২৯)। মাহাফুজুর ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের বালিয়া বড়বাড়ী এলাকার মারুফুর রহমান খান (বাবুল) এর ছেলে। অন্যদিকে রুবেল সিরাজগঞ্জ জেলার চৌহালী থানার ফুলহারা গ্রামের মৃত বাহাদুর রহমানের ছেলে।

মাহাফুজুর রহমান খান ধামরাই সরকারী কলেজের ইংরেজি সাবজেক্টকে অনার্স পড়ছে বলে জিজ্ঞেসাবাদে জানা গেছে। অপরজন তাদের সাথে থাকা প্রাইভেট কারের ড্রাইভার।

স্থানীয় সূত্রে জানাযায়, বিকালে কাওয়ালীপাড়া বাজারে দ্বীন ইসলাম মিষ্টির দোকানে গিয়ে তাদের কাগজপত্র চায়। এরপর পপুলার হাসপাতালে গিয়ে তাদের কাজগপত্র যাচাই বাচাই করে। সর্বশেষ ওষুধের দোকানে গিয়ে ওষুধের মেয়াদ নাই বলে তাদের কাছে টাকা পয়সা দাবি করে।

এ সময় দোকানদারের সন্দেহ হলে কাওয়ালীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দিলে পুলিশ গিয়ে তাদের জিজ্ঞেসাবাদ করলে সঠিক উত্তর দিতে না পারায় দুই ভুয়া ম্যাজিস্ট্রেটকে আটক করে থানায় নিয়ে যায়।

কাওয়ালী পাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ রাসেল মোল্লা বলেন,বিকেলে কাওয়ালীপাড়া বাজারে দুই জন লোক ম্যাজিস্ট্রেট সেজে অভিযান পরিচালা করার সময় দোকান মালিকের সন্দেহ হলে পুলিশে খবর দেয়। পরে তাদের জিজ্ঞেসাবাদ করলে ভূয়া ম্যাজেস্ট্রেট প্রমাণিত হলে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com