পটুয়াখালীর মরিচবুনিয়া ইউনিয়নের ইসলামীয়া নেছারিয়া আলিম মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয় ১৯৬৩ সালে।
বর্তমানে শিক্ষার্থী রয়েছে ২০০ জনের মত এবং শিক্ষক রয়েছে ২৩ জন। অত্র অঞ্চলের মধ্যে এই প্রতিষ্ঠান সবচে পুরাতন হওয়া সত্তেও ভারপ্রাপ্ত অধ্যাক্ষ নিয়ে দ্বন্দে কোনো উন্নয়ন হয়নি।
জানা গেছে, অত্র প্রতিষ্ঠান প্রতিষ্ঠার শুরু থেকে অবহেলায় জর্জরিত হয়ে আছে। প্রতিষ্ঠানের ক্লাশরুমগুলো খুব জরাজীর্ন। ক্লাশে নেই ২টির বেশি বেঞ্চ। কোনো কোনো ক্লাশরুমে ভাঙ্গা বেঞ্চের উপর বসে ক্লাশ করতে হচ্ছে শিক্ষার্থীদের। সকল অভিযোগ উঠেছে সাবেক ভারপ্রাপ্ত অধ্যাক্ষ ফাতেমা বেগম এর বিরুদ্ধে।
স্থানীয়রা এবং শিক্ষকরা জানিয়েছেন, অত্র মাদ্রাসাটিতে প্রতিষ্ঠার পর নানা অনিয়মে জর্জরিত হয়ে আছে। এর মধ্যে বিগত কয়েকবছর ধরে মাদ্রাসা পরিচালনা করে আসছিল ভারপ্রাপ্ত অধ্যাক্ষ ফাতেমা বেগম।
কিন্তু তার সময়ে নানা অনিয়ম ও দূর্নীতির কারনে অত্র মাদ্রাসার বরাদ্দকৃত অর্থ সঠিক খাতে ব্যায় হয়নি। এছাড়াও শিক্ষার্থীরা অভিযোগ করেছেন ফাতেমা বেগম ভারপ্রাপ্ত অধ্যাক্ষ থাকাকালীন সময়ে অধিকাংশ শিক্ষার্থী পরিক্ষার উত্তির্ন হতে পারেনি। ফলাফল খারাপ হওয়ায় প্রসংগে শিক্ষার্থীরা দোষারোপও করেছেন তৎকালীন অধ্যাক্ষ ফাতেমা বেগমকে।
শিক্ষার্থী এবং অভিভাবকরা জানিয়েছেন ফাতেমা বেগম নিয়মিত পাঠদান করাননি এবং ভারপ্রাপ্ত অধ্যাক্ষ থাকাকালীন সময়ে অত্র মাদ্রাসার কার্যক্রম যথাযথভাবে পরিচালনা করেনি। ফলে বেশিরভাগ সময়ে ক্লাশে শিক্ষার্থীরা এসে ফিরে গেছেন।
এছাড়াও ভারপ্রাপ্ত অধ্যাক্ষ থাকাকালীন সময়ে তিনি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন যা মাদ্রাসা কমিটির কেউ জানতো না। পরবর্তীতে এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে মাদ্রাসা কমিটি জবাদিহি করলে কোনো বৈধ কাগজ পত্র দেখাতে পারেনি।
এদিকে অভিযুক্ত ফাতেমা বেগম অভিযোগ অস্বিকার করে সাংবাদিকদের সামনে উত্তেজিত হয়ে উঠেন এবং শিক্ষক সভাকক্ষে হট্রগোল করেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সকল কাগজপত্র আছে কিন্তু কিছু দেখাতে পারবো না। এদিকে বর্তমান ভারপ্রাপ্ত অধ্যাক্ষ সাইদুর রহমানের কাছেও তার দায়িত্ব হস্তান্তর করেননি। ফলে বর্তমানে বন্ধ রয়েছে মাদ্রাসার কার্যক্রম।
সরেজমিন দেখা গেছে, মাদ্রাসার কার্যক্রম পরিচালনা বর্তমানে বন্ধ রয়েছে। অধ্যাক্ষের কার্যালয়ে তালা ঝুলছে। শ্রেনীকক্ষে শিক্ষার্থীরা বসে আছে কিন্তু শিক্ষক নেই। মাদ্রাসার টিনের চালা ভেঙ্গে গেছে এবং অন্যান্য আসবাবপত্র ব্যবহারের অনুপযোগী। অধিকাংশ শিক্ষার্থী অত্র মাদ্রাসার বর্তমান অবস্থার কারনে শ্রেনীকক্ষে আসতে চাচ্ছে না।
এ ব্যাপারে সাবেক ভারপ্রাপ্ত অধ্যাক্ষ ফাতেমা বেগম জানিয়েছেন, তার সময়ে মাদ্রাসায় কোনো কমিটি ছিলো না, তাই তিনি কোনো কার্যক্রম পরিচালনা করতে পারেনি।
এদিকে স্থানীয়রা অভিযোগ করেছেন, ফাতেমা বেগম ভারপ্রাপ্ত অধ্যাক্ষ থাকাকালীন সময়ে নিয়োগ বানিজ্যের আশ্রয় নিয়েছিলেন এবং কয়েকজনের কাছ থেকে মোটা অংকের ঘুষ নিয়েছিলেন। নিয়োগ বানিজ্য নিয়ে দ্বন্দের কারনে তিনি মাদ্রাসার কার্যক্রম পরিচালনা করেননি।
তবে এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ফাতেমা বেগম রাগান্বিত হয়ে উঠেন এবং সাংবাদিকদের সামনে বর্তমান কমিটির লোকজনকে গালিগালাজ করেন।
অধ্যাক্ষ নিয়ে দ্বন্ধের ব্যাপারে পটুয়াখালী সদর নির্বাহী কর্মকর্তা ইফফাত আরা জাহান উর্মি জানান, অত্র প্রতিষ্ঠানটি দীর্ঘদিন যাবত অবহেলায় পরে আছে। যত দ্রুত সম্ভব এই প্রতিষ্ঠানের ব্যাপারে সিন্ধান্ত গ্রহন করা হবে।