জাতীয় পার্টির (জাপা) নতুন মহাসচিব হিসেবে দলটির সভাপতিমণ্ডলীর সদস্য মুজিবুল হক চুন্নুকে নিয়োগ দেয়া হয়েছে।
শনিবার জাপা দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
১৯৫৩ সালে মুজিবুল হক চুন্নুর জন্ম কিশোরগঞ্জে। চুন্নু ১৯৮৬ সালে অনুষ্ঠিত তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন ও ১৯৮৮ সালে অনুষ্ঠিত চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে তৎকালীন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া ২০০৮, ২০১৪, ২০১৮ সালে মহাজোট প্রার্থী হিসেবে কিশোরগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।
গত ২ অক্টোবর জাপা মহাসচিব জিয়াউদ্দিন বাবলু মৃত্যুবরণ করলে মহাসচিব পদটি শূন্য হয়। এরপরই পদের জন্য দৌঁড়ঝাপ শুরু হয়। মহাসচিব পদে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী চেয়ারম্যান জিএম কাদেরের প্রথম পছন্দ ছিল। কিন্তু দলের জেষ্ঠ্য নেতাদের বিরোধিতার কারণে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন জিএম কাদের।