শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে নির্বাচন ট্রাইব্যুনালে মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই মামলা দায়ের ঝালকাঠিতে ৮ পরীক্ষার্থী বহিষ্কার, কেন্দ্র সচিব ও হল সুপারসহ ৯ শিক্ষককে অব্যাহতি আগৈলঝাড়ায় পঞ্চম শ্রেনীর স্কুল ছাত্রীকে ধর্ষন; থানায় মামলা দায়ের উন্মুক্ত স্থানে বর্জ্য পোড়ালে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে – পরিবেশ উপদেষ্টা চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা হাবিপ্রবি’র ২ শিক্ষার্থী হত্যার দশ বছর আজ যেখানে নামাজের কাতারে থাকেন শুধুমাত্র শিক্ষার্থীরাই, পড়া হয় জুম্মার নামাজও রূপাতলী এনায়েতুর রহমান কমপ্লেক্সে  দুই পক্ষের দ্বন্দ্ব অবসান বরিশালে স্বামী স্ত্রীর লাশ উদ্ধারের ঘটনায় দোষীদের বিচারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ বরিশালে স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার

সুফল মিলছে না ’এক রেটে’ ইন্টারনেটে

রিফাত হোসেন, সাভার
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
  • ২৫০ বার

সারাদেশের সরকার ঘোষিত ‘এক রেটে’ ইন্টারনেটের গতির সুফল মিলছে না রাজধানীর পাশ্ববর্তী সাভারে। মূল্য নির্ধারণে এক রেট হলেও গতিতে মিলেছে ফাকিঁ।

 

চলতি মাস থেকে সারাদেশে এক দাম ও সর্বনিম্ন রেটে ইন্টারনেট পাবার পথ তৈরি করে সরকার। এতে গ্রাম বা শহরে সবখানেই সর্বনিম্ন ৫০০ টাকায় ইন্টারনেট পাবে গ্রাহকরা। তবে এক রেট কার্যকর হলেও এর সুফল মিলছে না সাভার-আশুলিয়াতে।

জানা যায়, সাভার আশুলিয়ায় ইন্টারনেট সংযোগ প্রদানকারী প্রতিষ্ঠান রয়েছে শতাধিক। এসব সংযোগকারী গ্রাহকদের জন্য দিচ্ছে ইন্টারনেটে দুটি প্যাকেজ সুবিধা। শেয়ারড ও ডেডিকেটেড ব্যান্ডউইথ সংযোগ। যেখানে সংযেগ প্রদানে শেয়ারড ব্যান্ডইউথে ৫০০ টাকা দেওয়া হয় সর্বনিম্ন প্যাকেজ সুবিধা ৫ এমবিপিএস ব্র্যান্ডইউথ। এসব শেয়ারড ইন্টারনেট।

 

আবার সংযোগ পান আরও ৮ গ্রাহক। ফলে একজন গ্রাহক ইন্টারনেটে ৫ এমবিপিএস শেয়ারড সংযোগ ব্যবহারে ব্র্যান্ডউইথ পান আট ভাগের একভাগ যা প্রায় ৬২৫ কেবিপিএস। এরফলে কোন গ্রাহক যদি ৬২৫ কেবিপিএস ব্র্যান্ডউইথ সংযোগ নিয়ে বাসাবাড়িতে ৪ টি মোবাইলে ইন্টারনেট ব্যবহার করেন ব্রান্ডউইথ সেবার মান চলে যায় সর্বনিম্ন গতিসীমার বাইরে।

 

অন্যদিকে ডেডিকেট সংযোগ ব্যবহারে অতিরিক্ত অর্থ প্রদানে অনীহা সাধারন মানুষজন। ইন্টারনেট সংযোগ নেওয়া সাংবাদিক রিফাত হোসেন জানান, পূর্বের চেয়ে ইন্টারনেটের গতি আরও কমেছে। যেকোন সংবাদ পরিবেশনে প্রযুক্তির ধীরগতি কাজকে ব্যাহত করে দেয়।

 

ফলে প্রায়ই সময় দ্রুত কাজ করার জন্য মোবাইলের ডেটা সংযোগ ক্রয় করতে গিয়ে বাড়তি অর্থ খরচ করতে হচ্ছে। প্রথম বর্ষের ছাত্রী নাদিয়া আক্তার জানান, আগে অনলাইন ক্লাস করার সময় এতটা ঝামেলা পোহাতে হতো না।

 

কিন্তু বর্তমানে ইন্টারনেট সংযোগের ধীরগতি হওয়ায় ক্লাস করতে অসুবিধার সম্মুখীন হতে হয়। অনেক সময় ক্লাসে জয়েন করার মতোও ইন্টারনেট কানেকশন পাওয়া যায় না। ফ্রিল্যান্সার মিজানুর রহমান জানান, দেশ-বিদেশে কাজ করার প্রথম শর্ত হচ্ছে ভালো মানের ইন্টারনেট সংযোগ থাকা।

 

বিদেশে অবস্থানরত বায়ারের সাথে যোগাযোগের সময়ে ইন্টারনেট সংযোগে সমস্যা তৈরি হলে আর্থিক ক্ষতি সম্মুখীন হতে হয়। গত কয়েকদিন ধরে ব্রাডব্যান্ড কানেকশন ব্যবহারে যে গতি পাওয়া গেছে তাতে কোনভাবে কাজ এগিয়ে নেওয়া সম্ভব না।

 

সাইবার নেট কমিউনিকেশন পরিচালক মোহাম্মদ রনি জানান, সরকারের নির্দেশনার চিঠি পাওয়ার পরই আমরা বাস্তবায়ন করেছি। এক রেটে ইন্টারনেটের ফলে গ্রাহক পর্যায়ে গতি কিছুটা কমেছে। আগে আমরা এরচেয়েও ভালো এমবিপিএস সুবিধা দিতে পারতাম।

 

তবে সরকারের নির্দেশনার বাইরে গিয়ে তো আর কিছু করা সম্ভব না। সচেতন নাগরিক কমিটির আশুলিয়া সভাপতি লায়ন ইমাম জানান, নির্দেশনার ফলে সাধারন গ্রাহকের সমস্যার সৃষ্টি হচ্ছে। সেক্ষেত্রে সরকারকে আরও একটু ভাবনার প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com