শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ০৯:৫৯ পূর্বাহ্ন

১৫দফা দাবীতে শ্রমিকদের বিক্ষোভ

বরিশাল অফিস
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৮২ বার

শ্রমিক ছাঁটাই,নির্যাতন বন্ধ এবং বেকার শ্রমিকদের কাজ দিতে হবে, শ্রমিক-কর্মচারিদের স্কুল কলেজ,বিশ্ববিদ্যালয়ে পড়–য়া ছেলে-মেয়ে শিক্ষার্থীদের বেতন, সেসন ফি,ভর্তি ফি মওকুফ করতে হবে।

 

স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলার পূর্বে ছাত্র-ছাত্রীদের করোনার টিকা প্রদান এবং শিক্ষা উপকরন দেওয়া সহ কলকারখানা, দোকান,শিল্প প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের কাজে যোগদান দিন থেকে নিয়োগ-পত্র সহ ১৫ দফা দাবীতে মানববন্ধন বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেবরিশাল ট্রেড ইউনিয়ন কেন্দ্র,জাতীয় নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র,জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন,বরিশাল মহানগর দোকান কর্মচারি ইউনিয়ন সহ যৌথ ৯টি শ্রমিক ইউনিয়ন সংগঠন।

 

আজ শুক্রবার (০৩) সেপ্টেম্বর, সকাল ১০টায় নগরীর প্রাণ কেন্দ্র বীর শ্রেষ্ট ক্যাপটেন মহিউদ্দিন জাহাঙ্গির সড়ক (সদররোডে এ কর্মসূচি পালিত হয়।

 

বরিশাল মহানগর দোকান-কর্মচারি ইউনিয়নের সভাপতি স্বপন দত্তের সভাপতিত্বে মানববন্ধও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখে বরিশাল মহানগর গণফোরাম সভাপতি এ্যাড, হিরন কুমার দাশ মিঠু,বরিশাল ট্রেড ইউনিয়ন কেন্দের সভাপতি এ্যাড, একে আজাদ,বরিশাল নৌযান শ্রমিক ফেডারেশন সভাপতি মাস্টার আবুল হাসেম,¤্রমিক নেতা আখতার হোসেন শপ্রু,শ্রমিক নেতা জাহাঙ্গির হোসেন মুকুল, আবুল বাসার আকন,তুষার সেন।

 

অনুষ্ঠান সঞ্চলনা করেন শ্রমিক নেতা আলাউদ্দিন মোল্লা। সমাবেশ শেষে শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা নগরীতে দাবী আদায়ের লক্ষে লাল পতাকা নিয়ে বিক্ষোভ মিছিল করে।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com