রবিবার, ০৪ মে ২০২৫, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ড. ইউনুস যে ডেডলাইন দিয়েছেন ডিসেম্বর থেকে জুন, এটা যথেষ্ট যৌক্তিক; ব্যারিস্টার ফুয়াদ ১৮ বছর পরে নারী নেতৃত্বে উত্তরণ আসতে শুরু করেছেন ক্যান্ডিডেট-অভিবাবকেরা; প্রশ্নফাঁসের গুঞ্জনে কান না দিতে পরামর্শ  মেয়রের পদ ফিরে পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছে ইসলামি আন্দোলনের নায়েবে আমীর মুফতি মোঃ ফয়জুল করীম ইমাম নিয়ে বিরোধ : যুবদল কর্মী রক্তাক্ত জখম গৌরনদী উপজেলা গণঅধিকার পরিষদের কমিটি গঠণ যুক্তরাষ্ট্র যাওয়ার সময় বিমানবন্দরে বানারীপাড়া উপজেলা আ.লীগ সম্পাদক সানা আটক মে দিবসের অনুষ্ঠান শেষে ফেরার পথে শ্রমিকদল নেতা নিহত পুলিশের পুলিশ সুপার পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে বদলি শিশুর লাশ দাফনের ২ মাস পর কবর থেকে লাশ উত্তোলন

বরিশালে ইউএনও’র বাসভবন ও পুলিশের ওপর হামলা মামলায় ১২ আ. লীগ নেতাকর্মীর জামিন

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ১৮১ বার

বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিবুর রহমানের সরকারি বাসভবন ও পুলিশের ওপর হামলায় গ্রেফতার ও জেল হাজতে থাকা ১২ আওয়ামী লীগ নেতাকর্মীর জামিন মঞ্জুর করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে শুনানী শেষে অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ তাদের জামিন আবেদন মঞ্জুর করেন।

 

অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের কোতয়ালী থানার জেনারেল রেজিস্টার অফিসার (জিআরও) এসআই খোকন চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, দুই মামলায় গ্রেফতার ১২ আসামির জামিন চেয়ে গত ২৯ আগস্ট আবেদন করা হয়েছিল। তবে তখন অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ ছুটিতে ছিলেন।

 

তার স্থলে ভারপ্রাপ্ত বিচারক হিসেবে দায়িত্বে ছিলেন মো. আনিচুর রহমান। তিনি জামিন আবেদন গ্রহন করে পরবর্তী শুনানীর জন্য আজ বৃহস্পতিবার দিন ২ সেপ্টেম্বর তারিখ ধার্য করেছিলেন। শুনানী শেষে আবেদনকরা ১২ আসামির জামিন মঞ্জুর করেন অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ।

 

জামিন প্রাপ্তরা হলেন, বরিশাল মহানগর আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক হাসান মাহমুদ বাবুু, সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ সাঈদ আহমেদ মান্না, ত্রান বিষয়ক সম্পাদক মোয়াজ্জেম হোসেন ফিরোজ, রূপাতলী বাস টার্মিনালের পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক ও রায়পাশা-কড়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আহমেদ শাহরিয়ার বাবু, লিটন ঘোষ, মো. রাকিব, শুভ হাওলাদার, শাহিনুল ইসলাম শাহিন, শুভ ঘোষ, মো. অলিউল্লাহ, মিরাজ গাজী ও হারুন অর রশিদ।

 

আর আগে দুই মামলায় গত ২৫ আগস্ট গ্রেফতার ৯ আওয়ামী লীগ নেতাকর্মী জামিন মঞ্জুর করেন আদালত। আজ আরও ১২ আসামির জামিন মঞ্জুর হয়েছে। ফলে বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিবুর রহমানের সরকারি বাসভবন ও পুলিশের ওপর হামলায় গ্রেফতার ২১ আসামি সবাই জামিন পেলেন।

আসামিদের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস জানান, দুই মামলায় কারাগারে থাকা ১২ আওয়ামী লীগ নেতাকর্মীর জামিন আজ মঞ্জুর করেছেন আদালত। এর আগে আরও ৯ আওয়ামী লীগ নেতাকর্মী জামিন মঞ্জুর করেন আদালত। ফলে দু’টি মামলায় গ্রেফতার সব আসামি জামিন পেলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com