বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বাধীনতার ৫৩ বছরে এসেও সেই লক্ষ্য আজও পূরন হয়নি- শায়েখে চরমোনাই আগুন লাগলেই সর্তক করবে মানুষকে : ক্ষুদে বিজ্ঞানীর উদ্ভাবন ‘অগ্নি’ ডিভাইস খাগড়াছড়ির শহীদ বেদিতে হাবিপ্রবি রসায়ন বিভাগের শ্রদ্ধাঞ্জলি অর্পণ  ৫ আগস্টের পর বিসিসিতে মনির ক্যাডার স্টাইলে দায়িত্ব পালন করছে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী নবান্ন উৎসব শুরু হাবিপ্রবি’র নতুন বছরের ক্যালেন্ডার-ডায়েরি তে আসতে পারে যেসব পরিবর্তন  হাবিপ্রবিতে সিআর জিআরদের ‘অ্যান্টি র‌্যাগিং এক্টিভিটিস’ সেমিনার অনুষ্ঠিত  ইসলামী আন্দোলন বাংলাদেশ -এর ২০২৫-২৬ সেশনের জন্য ঘোষিত কেন্দ্রীয় কমিটি বরিশালে গাঁজা বিক্রেতার এক বছরের কারাদন্ড জাপার প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি টিপু কারাগারে

বরিশালে গণ সংহতি আন্দোলনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

বরিশাল অফিস
  • আপডেট টাইম : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ১৩২ বার

দুর্নীতি-লুটপাট-ফ্যাসিবাদের দুষ্টচক্র উচ্ছেদের লক্ষ্য জবাবদিহিতাপূর্ণ জনগনের গণতান্ত্রিক ক্ষমতা প্রতিষ্ঠায় সকলকে সংগঠিত হওয়ার আহ্বান জানিয়ে গণসংহতি আন্দোলনের ১৯তম প্রতিষ্ঠা পালন করেছে বরিশাল জেলা কমিটি।

 

 

আজ (২৯ই) আগষ্ট রবিবার সকাল ১১টায় বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে দেওয়ান আবদুর রশিদ নীলুর নেতৃত্বে সকল গণতান্ত্রিক ও জাতীয় মুক্তিসংগ্রামের শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

 

এ সময় গণসংহতি আন্দোলন বরিশাল জেলা কমিটির আহ্বায়ক দেওয়ান আবদুর রশিদ নীলু বলেন, জনগনের ভোটাধিকার প্রতিষ্ঠা ও রাষ্ট্রের গণতান্ত্রিক রুপান্তরের লক্ষ্য গণসংহতি আন্দোলন দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। বর্তমান সরকারের কর্তৃত্ববাদী শাসনের যাতাকলে জনগণ পিষ্ট। দেশে নূন্যতম গনতান্ত্রিক পরিবেশ নেই। মানুষের জীবন জীবিকা স্থবির হয়ে পড়েছে। স্বাস্থ্য খাতে দূর্নীতিতে সরকার চ্যাম্পিয়ন হয়েছে।

 

 

তিনি আরো বলেন, দেশের এই পরিস্থিতি পরিবর্তনে গণসংহতি আন্দোলন আগামী দিনে ইতিবাচক ভূমিকা পালন করবে। দেশের সমগ্র গণতন্ত্রকামী মানুষকে নিয়ে এই ফ্যাসিবাদি সরকারকে হটিয়ে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচারের রাষ্ট্র কায়েম করাই আমাদের লক্ষ্য।

 

 

এসময় উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন বরিশাল জেলার অন্যতম সদস্য আরিফুর রহমান মিরাজ, ইয়াসমিন সুলতানা, রুবিনা ইয়াসমিন, ছাত্র ফেডারেশন বরিশাল জেলা কমিটির সাধারণ সম্পাদক সাকিবুল ইসলাম সাফিন, সহ-সভাপতি হাছিব আহমেদ সহ গণসংহতি আন্দোলনের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com