মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

জাহাজে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা : আহত ১০

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১১ বার

ঢাকা থেকে বরিশালের মুলাদী যাওয়ার পথে নোঙর করা মালবাহী জাহাজের সাথে ধাক্কায় দুর্ঘটনায় পড়েছে যাত্রীবাহী লঞ্চ এমভি মহারাজ-৭।

ঘণ কুয়াশার কারণে জাহাজের সঙ্গে ধাক্কা লেগে লঞ্চটির বামপাশের দোতালার অংশ ক্ষতিগ্রস্থ হয়। এতে জিহাদ হোসেন নামের এক শিশুসহ কমপক্ষে ১০ যাত্রী আহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে রবিবার (২৮ ডিসেম্বর) সকাল নয়টার দিকে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়ন এলাকায় পদ্মা নদীতে।

লঞ্চের যাত্রী আবু বকর ছিদ্দিক মোবাইল ফোনে বলেন, সকাল নয়টার দিকে লঞ্চটি পদ্মা নদী দিয়ে কোদালপুর লঞ্চঘাট এলাকা পার হচ্ছিল।

এসময় নদীর তীরের কাছাকাছি একটি মালবাহী জাহাজ নোঙর করা ছিল।

ঘণ কুয়াশা থাকায় লঞ্চ চালক সেটি দেখতে না পাওয়ায় ধাক্কা লাগে। এতে লঞ্চের দোতলার পাশের প্রায় ৩০ ফুট অংশ ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনায় জিহাদ হোসেন নামে এক শিশু মাথায় মারাত্মক আঘাত প্রাপ্ত হয়।

এছাড়া আবুল কালাম, রহমতউল্লাহ, রাসেদ সরদারসহ প্রায় ১০ জন যাত্রী আহত হন।

পরে দোতলায় থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে নিচ তলায় নিরাপদ স্থানে চলে যান।

দুর্ঘটনার পর কিছুক্ষণ বিরতি দিয়ে পুনরায় লঞ্চটি মুলাদীর দিকে যাত্রা শুরু করে।

মুলাদী থানার ওসি আরাফাত জাহান চৌধুরী জানিয়েছেন-খবর পেয়ে খোঁজ নেয়ার জন্য থানা পুলিশকে লঞ্চ ঘাটে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com