বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

বরিশালে প্রথম বারের মতো নারী পুলিশ সুপার

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৩৩ বার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ৬৪ জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) পদায়ন করা হয়েছে।

ইতিমধ্যেই পুলিশ সুপারদের পদয়নে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। দেশের ৬৪ জেলার পুলিশ সুপারের মধ্যে চারজন রয়েছেন নারী কর্মকর্তা থাকলেও প্রথমবারের মতো বরিশালে নারী পুলিশ সুপার হিসেবে পদায়ন পেয়েছেন ফারজানা ইসলাম।

এর আগে তিনি রাজশাহী জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমানের সই করা এক প্রজ্ঞাপনে এ রদবদল করা হয়।

তিনি গতবছরের ২১ ডিসেম্বর থেকে রাজশাহী জেলা পুলিশ সুপার হিসেবে কাজ করছেন। এর আগে ঢাকায় পুলিশের বিশেষ শাখা-এসবিতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে ফারজানা ইসলামের। তিনি ২৫ তম বিসিএসে পুলিশ ক্যাডারে উত্তীর্ণ হয়ে ২০০৬ সালে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে চাকরিতে যোগদান করেন।

ফারজানা ইসলামের কর্মজীবনে বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। রাজশাহীতে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনকালে একজন পেশাদার পুলিশ কর্মকর্তা হিসেবে তার দায়িত্ব পালন করছেন। তার নেতৃত্বে রাজশাহীতে পুলিশি কার্যক্রম আরও শক্তিশালী হয়েছে।

ফারজানা ইসলাম সততা, দৃঢ়তা এবং মানবিক মূল্যবোধের জন্য প্রশংসিত হন। পুলিশ বাহিনীতে নারীদের ভূমিকা বৃদ্ধি, নারী ও শিশুর অধিকার সুরক্ষা, সমাজের অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে তিনি প্রাতিষ্ঠানিক পদক্ষেপ গ্রহণ করেছেন, যা দেশের পুলিশি ব্যবস্থায় নারী নেতৃত্বের ভূমিকা নিয়ে আলোচনার জন্ম দিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com