

আজ বুধবার সকাল আনুমানিক ১১টার দিকে বরিশাল–কুয়াকাটা মহাসড়কের কাঠেরপুল এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস দ্রুত গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গভীর খাদে উল্টে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই স্থানীয় মানুষজন ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার কাজ শুরু করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি অতিরিক্ত গতিতে চলছিল। কাঠেরপুল এলাকায় পৌঁছে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মুহূর্তের মধ্যেই বাসটি খাদে পড়ে যায়। এতে নারী ও শিশুসহ অন্তত ২০ জন যাত্রী আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে বাকেরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। গুরুতর আহতদের দ্রুত বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বাস উদ্ধারের কাজ শুরু করে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে।