

৩৩ কেভি সঞ্চালন লাইনের দুটি কাঠের খুঁটি ভেঙে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা বিদ্যুৎহীন হয়ে পড়েছে।
এতে দূর্ভোগে পড়েছেন উপজেলার চার লাখ মানুষ।
জানা গেছে, সোমবার (১০ নভেম্বর) দিবাগত রাত তিনটায় উপজেলার রহমানহাটে খুঁটি দুটি ভেঙে পরে।
এরপর থেকে উপজেলার ১৭ ইউনিয়নে বিদ্যুৎ নেই।
স্থানীয় বাসিন্দা তাজেম সরদার জানিয়েছেন, সোমবার গভীর রাতে হঠাৎ করে বিদ্যুৎ বন্ধ হয়।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত আর বিদ্যুৎ আসেনি।
মেহেন্দিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মো. মফিজুল ইসলাম বলেন, নিচের মাটি দূর্বল হওয়ায় দুটি খুঁটি কাত হয়ে পড়ে ভেঙে গেছে।
খুঁটি দুটি পরিবর্তনের কাজ চলছে। রাতের মধ্যেই বিদ্যুৎ সংযোগ দেয়া সম্ভব হবে।
উল্লেখ, এর আগে গত ২৬ আগস্ট গজারিয়া নদীর তলদেশে সাবমেরিন কেবল ছিঁড়ে যাওয়ায় প্রায় মেহেন্দীগঞ্জ উপজেলায় সাতদিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিলো।