সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৫:২৭ অপরাহ্ন

আমি দেশেই থাকবো, আমি মুক্তিযুদ্ধা, আমার জন্য নয় সেইভ এক্সিট নয়

বরিশাল অফিস
  • আপডেট টাইম : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৬ বার

আমি নিজে একজন মুক্তিযোদ্ধা সুতরাং সেইফ এক্সিট আমার জন্য নয়, আমি এ দেশেই থাকবো বলেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম। রোববার বরিশালে টিকা আর্যকর্মের উদ্বোধন এসে কথা বলেন তিনি।

দেশের শিশুদের টাইফয়েড থেকে সুরক্ষা দিতে আজ থেকে প্রথমবারের মতো টাইফয়েডের টিকা দেওয়া শুরু হচ্ছে। এক মাসব্যাপী এই কর্মসূচিতে সরকার ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় পাঁচ কোটি শিশু-কিশোর-কিশোরীকে বিনা মূল্যে এই টিকা দেবে। জন্মসনদ নেই এমন শিশুরাও এই টিকা পাবে।

এরই অংশ হিসেবে বরিশালে টিকা কার্যক্রমের উদ্ভোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম। রোগ হবার আগেই প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম।

দেশব্যাপী টাইফয়েড টিকা প্রদান কার্যক্রমের বরিশালের উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। প্রতিবছর টাইফয়েড জ্বরে বহু মানুষ প্রাণ হারায় উল্লেখ করে প্রতিষেধক হিসেবে টিকা নেবার আহ্বান জানিয়েছেন এই উপদেষ্টা।

বরিশাল সরকারি বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দুপুরে প্রধান অতিথি হিসেবে যোগ দেন উপদেষ্টা ফারুক ই আজম। এসময় মাঠ পর্যায়ের স্বাস্থ্য বিভাগের ছাড়াও অন্যান্য দপ্তরের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে আনুষ্ঠানিক ভাবে টাইফয়েডের টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়। বরিশাল বিভাগে ২৬ লাখ ১৪ হাজার জনকে এই টিকার আওতায় আনা হবে। এর মধ্যে ১ ম ডোজে ৪ থেকে ৭ বছর পর্যন্ত প্রতিরোধ করবে। এর মধ্যে আজ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এবং ১ লা নভেম্বর থেকে ১৩ ই নভেম্বর সরকারি ও বেসরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে এই টিকা দেয়া যাবে।

পথশিশু থেকে শুরু করে কেহই এই সরকারের সুবিধা থেকে বাদ যাবেনা বলেও জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ভারতের সেরাম ইনস্টিটিউট তৈরি করেছে এই টিকা, যা সরকার পেয়েছে আন্তর্জাতিক ভ্যাকসিন সহায়তা সংস্থা গ্যাভির সহযোগিতায়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদনপ্রাপ্ত এই টিকাটি সম্পূর্ণ নিরাপদ। ইতিমধ্যে নেপাল, পাকিস্তানসহ আটটি দেশে সফলভাবে ব্যবহার হয়েছে।

কোনো দেশেই বড় ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রাক্-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা ৩০ অক্টোবর পর্যন্ত স্কুল ও মাদ্রাসায় এই টিকা পাবে।

এরপর ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী অন্যান্য শিশুরা বাড়ি বাড়ি গিয়ে টিকা পাবে। শহরের পথশিশুদের টিকাদানের দায়িত্বে থাকবে বিভিন্ন এনজিও। সরকারের লক্ষ্য- এই ক্যাম্পেইনের আওতায় ৪ কোটি ৯০ লাখ শিশুকে টিকা দেওয়া।

ইতিমধ্যে ১ কোটি ৬৮ লাখ শিশু নিবন্ধন করেছে, এবং নিবন্ধন প্রক্রিয়া এখনো চালু রয়েছে। জন্মসনদ না থাকলেও নিকটস্থ টিকাকেন্দ্রে স্বাস্থ্যকর্মীদের সহায়তায় নিবন্ধন করা যাবে। ১২ অক্টোবর থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইনের প্রথম ১০ দিন স্কুল ও মাদ্রাসায় ক্যাম্প করে টিকা দেওয়া হবে এবং পরবর্তী ৮ দিন ইপিআই সেন্টারে টিকাদান কার্যক্রম চলবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com