মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০২:৫৬ অপরাহ্ন

জাতীয় নির্বাচন আগামি ফেব্রুয়ারী মাসের নির্ধারিত তারিখেই অনুষ্ঠিত হবে- বরিশালে নৌ পরিবহন উপদেষ্টা

আরিফুল ইসলাম, বরিশাল
  • আপডেট টাইম : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৮ বার

উপদেষ্টা পরিষদ খুবই ক্লিয়ার জাতীয় নির্বাচন আগামি ফেব্রুয়ারী মাসের নির্ধারিত তারিখেই অনুষ্ঠিত হবে।

রাজনৈতিক দল সরকার গঠন করলে জবাবদিহিতা থাকবে। অতীতের সরকারের মতো ভবিষ্যতে এধরনের কোন সরকার হবেনা বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন উপদেস্টা ব্রিগেডিয়ার অব ড. এম সাখাওয়াত হোসেন।

আজ সকালে বরিশালে নিজ মন্ত্রনালয়ের বিভিন্ন উন্নয়ন মুলক কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। মীরগঞ্জ ব্রীজের কাজ আগামি ডিসেম্বরের মধ্যেই ভিত্তি প্রস্তর হবে।

একই সাথে বরিশালে ৬ লেনের সড়ক দ্রুত গতিতে সম্পূন্য করা হবে সাথে রেল পথের কাজ শুরু করার কথা জানান তিনি।

বিশেষ করে ২ বারের চ্যাম্পিয়ান বরিশাল দল। তাই এবারের বিপিএল বরিশাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবার কথা জানান তিনি। এছাড়াও বরিশালের ঐতিহ্য স্টীমার সার্ভিসটি আগামি অক্টোবরের মধ্যেই চালু করার আশ্বাস দেন এই উপদেস্টা। এর আগে নৌ পরিবহন উপদেস্টা ব্রিগেডিয়ার অব ড. এম সাখাওয়াত হোসেন বরিশাল জেল খাল পরিদর্শন করেন। পোর্টরোড সংস্কারসহ বিআইডব্লিউটিসির স্টিমার ঘাটের স্থান পরিদর্শন করেন।

সময় সাংবাদিকদের প্রশ্নের সভাপতি তিনি বলেন বরিশালের লাকুটিয়াখাল ইতিমধ্যে পুনরুদ্ধার করা হয়েছে বরিশাল হিজলা মেহেন্দিগঞ্জ উপজেলার নদী ভাঙ্গন প্রতিরোধে ৭৫০ কোটি টাকা বরাদ্ধ করে পাশ হবার পথে রয়েছে।

পানির সমস্যা প্রতিরোধে আরো দুটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট এরমধ্যে বরিশাল  নদীমাতৃক এলাকা হবার কারণে নৌপথে যেসব স্থাপনা নির্মাণ করে জমি দখল করা আছে আজ থেকে সেই স্থানগুলো পুনরুদ্ধার করা হচ্ছে। বরিশাল মানুষের দীর্ঘ দিনের চাওয়া ভোলার গ্যাস সেটিও আলোচনা চলছে সকল আলোচনা একমত হলে বরিশালে ভোলার গ্যাস আসবে এবং তাতে গোটা বরিশালবাসী উপকৃত হবে।

কীর্তনখোলা নদীর পাড় পরিষ্কার, ওয়াকওয়ে স্থাপনসহ বেশ কিছু উন্নয়নমূলক কাজের ইতিমধ্যেই বেশ কয়েক কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

বরিশাল থেকে তিনটি উপজেলা মুলাদী, হিজলা, মেহেন্দিগঞ্জ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করার লক্ষ্যে মীরগঞ্জ ব্রিজ আগামী ডিসেম্বরের মধ্যেই কাজ শুরু হতে পারে যা সময় লাগবে দুই থেকে তিন বছর। এছাড়াও বরিশাল হয়ে পটুয়াখালী পর্যন্ত ছয় লেনের কাজ দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে ঢাকা থেকে বরিশাল পর্যন্ত রেললাইনের কাজ শুরু করার আশ্বাস দেন এই উপদেষ্টা। অপরদিকে বরিশাল শিক্ষা প্রসারে সরকারি বিএম কলেজ ও সরকারি হাতেম আলী কলেজের বিভিন্ন ধরনের রাস্তাঘাট নতুন ভবন নির্মাণের জন্য অর্থ বরাদ্দ দেয়া হয়েছে যা খুব দ্রুত সময়ের মধ্যেই কাজ শুরু হবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com