মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৮:০৪ পূর্বাহ্ন

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে বরিশালে বিএনপির পাল্টাপাল্টি আয়োজন

ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৮ বার

বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বরিশালে উদযাপিত হয়েছে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটি ঘিরে সোমবার সকাল থেকে দিনভর জেলা ও মহানগরের পাল্টাপাল্টি মিছিল আর স্লোগানে স্লোগানে উত্তাল ছিল নগরীর প্রাণকেন্দ্রসহ আশপাশের এলাকা।

ভোর ৬টায় সদর রোডে বিএনপির জেলা ও মহানগর কার্যালয়ে দলীয় এবং জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে সূচনা হয় প্রতিষ্ঠাবার্ষিকীর চার দিনব্যাপী অনুষ্ঠানমালা।

ভোরে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করেন- মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদারসহ তাদের অনুসারী নেতৃবৃন্দ। এরপর মহানগর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।

বিকালে মহানগর এবং উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির যৌথ আয়োজনে সমাবেশ ও আনন্দ শোভাযাত্রা বের করা হয়। বিকাল ৩টায় নগরীর ফজলুল হক অ্যাভিনিউ সড়কে সমাবেশ আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান জয়নুল আবেদীন।

সভাপতিত্ব করেন- মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক। সঞ্চালনায় ছিলেন- মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার ও দক্ষিণ জেলার সদস্য সচিব আবুল কালাম শাহীন।

বেলা ১১টার দিকে মহানগর বিএনপির পদবঞ্চিত এবং সাবেক নেতৃবৃন্দের আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটির উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মজিবর রহমান সরোয়ার।

একই সময় আনন্দ শোভাযাত্রা বের করেন মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ। নগরীর বটতলা থেকে বের হওয়া মিছিলটি সদর রোডসহ শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে সদর রোড দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ করেছে বরিশাল জেলা (দক্ষিণ)-এর সাবেক নেতৃবৃন্দ। শোভাযাত্রার নেতৃত্ব দেন বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খান রাজন।

সকাল থেকে দিনভর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নগরীর প্রাণকেন্দ্র সদর রোড এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। দুপুর ২টার পর থেকে প্রায় ৫টা পর্যন্ত ফজলুল হক অ্যাভিনিউ সড়কে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল। তাছাড়া বিকালে সদর রোডে বিবির পুকুরপাড়ে জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিলে ভারপ্রাপ্ত আহ্বায়ক নিজামুর রহমান নিজাম ও সদস্য সচিব (পদস্থগিত) কামরুল আহসানের লোকদের মধ্যে মারামারি হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com