স্বাস্থ্যখাতের সংস্কারের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। শনিবার দুপুরে ববির প্রধান ফটকে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এই কর্মসূচি হয়। এরপর ক্যাম্পাসের গ্রাউন্ডফ্লোরে সংবাদ সম্মেলন করে বরিশালবাসীসহ দেশের সকল জেলার বাসিন্দাদের সহযোগিতা কামনা করে তারা।
বক্তারা বলেন, গত ২৬ দিন ধরে বরিশালে স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলন চলছে। দেশের সকল সরকারি হাসপাতালে অব্যবস্থাপনার কারণে রোগীরা কাক্সিক্ষত সেবা থেকে বঞ্চিত হচ্ছে। রোগীদের সেবা প্রদানের পরিবর্তে হয়রানির মাধ্যমে ভোগান্তি বৃদ্ধি করা হচ্ছে।
সিন্ডিকেটের কারণে এসকল অপকর্ম রোধ করা সম্ভব হচ্ছে না। তাই স্বাস্থ্যখাত সংস্কারে দ্রুত কার্যকরী উদ্যোগ গ্রহণের দাবি জানান তারা।