মাদকের করাল গ্রাসে ক্রমেই দেশের যুবসমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। বাড়ছে অপরাধ প্রবনতা। প্রতিটি পাড়া-মহল্লা, অলিগলিতেও হাত বাড়ালেই মিলছে মাদক। মাদকের টাকা জোগাড় করতে ক্রমেই মাদকাসক্ত কিশোর ও যুব সমাজ ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছে। মাদকের সর্বগ্রাসী ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় পরিবার, রাষ্ট্র ও রাজনৈতিক দলগুলোকে সম্মিলিতভাবে কঠোর উদ্যোগ গ্রহণ করতে হবে।
বরিশালের পুলিশ লাইন রোডস্থ একটি রেস্টুরেন্টে আজ শনিবার বেলা এগারোটা থেকে দুইটা পর্যন্ত “মাদকাসক্তি প্রতিরোধে চিকিৎসার প্রয়োজনীয়তা ও আমাদের করণীয়” শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর একার পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয়। এজন্য সম্মিলিত প্রয়াসে এগিয়ে আসতে হবে। মাদকের বিরুদ্ধে সরকার, পরিবার এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে কঠোর অবস্থান নিতে হবে।
আইন-শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব হবে মাদকের সব ধরনের উৎস খুঁজে বের করে ধ্বংস করা। আর পরিবারের উচিত নিজেদের সন্তান বা পরিচিতজনকে মাদকের কুফল সম্পর্কে কাউন্সিলিং করা। পাশাপাশি রাজনৈতিক দলে কোনধরনের মাদকাসক্তদের স্থান না দেয়ার কঠোর নির্দেশনা বাস্তবায়ন করতে হবে। তবেই মাদকাসক্তের সংখ্যা কমে আসবে।
বরিশালে মাদক বিরোধী স্বেচ্ছাসেবী সংগঠন ও চিকিৎসা কেন্দ্র দি নিউ লাইফ এবং নারী বিষয়ক ম্যাগাজিন জাগো নারী’র আয়োজনে গোল টেবিল বৈঠকে মাদকাসক্তির ভয়াবহতা, সামাজিক ও পারিবারিক প্রভাব এবং পুনর্বাসন প্রক্রিয়ার গুরুত্ব নিয়ে বক্তারা আরো বলেন, তথ্য প্রযুক্তির অপব্যবহার, অনাদর-অবহেলায় বেড়ে ওঠা এবং ধর্মীয় ও নৈতিক শিক্ষার অভাবে অনেক তরুন-যুব সমাজ মাদকের নেশায় জড়িয়ে পরছে।
এক্ষেত্রে পরিবারকেই বড় দায়িত্ব পালন করতে হবে। কোন সন্তান মাদকাসক্ত হলে দ্রুত তাকে নিকটস্থ নির্ভরশীল মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসা করিয়ে সুস্থ্য ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হবে।
গোল টেবিল বৈঠকে শিক্ষক, আইনজীবী, এনজিও প্রতিনিধি, সমাজকর্মী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি ও পেশার ১৫০জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
বৈঠকে অংশগ্রহণকারীরা মাদকাসক্তদের চিকিৎসা ও মানসিক সহায়তা প্রদানের ওপর গুরুত্বরোপ করে বলেন, সমাজের বিত্তশালীরা বেসরকারি মাদক নিরাময় কেন্দ্রগুলোতে তাদের সন্তানদের চিকিৎসা করাতে পারলেও নিন্ম ও মধ্যবিত্ত পরিবারের পক্ষে অধিকাংশ সময় এ খরচ বহন করে তাদের মাদকাসক্ত সন্তানদের চিকিৎসা করানো সম্ভব হচ্ছেনা। যেকারণে মাদকাসক্তির সংখ্যা কমানো যাচ্ছেনা।
এজন্য সরকারের উচিত স্ব-স্ব এলাকার সমাজ সেবা কিংবা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাধ্যমে ওইসব মাদক নিরাময় কেন্দ্রগুলোকে পর্যাপ্ত সহায়তা করা। যাতে করে নিন্ম ও মধ্যবিত্ত পরিবারের মাদকাসক্ত সন্তানদের পরিবারের অল্প খরচে চিকিৎসা করানো সম্ভব হয়।
বরিশালের দি নিউ লাইফের কর্মকর্তারা জানিয়েছেন, তারা দীর্ঘদিন থেকে মাদক নিরাময় কার্যক্রম পরিচালনা করে আসছেন। ভবিষ্যতে তাদের এ কার্যক্রম আরও বিস্তৃত করা হবে। বৈঠকে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা আরও শক্তিশালী করার প্রতি তারা গুরুত্বারোপ করেন।
গণমাধ্যম কর্মী অপূর্ব অপু তার বাস্তব অভিজ্ঞতা থেকে বলেন, চিকিৎসার পরেও পুণরায় মাদকের সাথে জড়িয়ে পরা কয়েকজন যুবকের সাথে তিনি কথা বলে জানতে পেরেছেন-মাদকাসক্তরা সুস্থ্য জীবনে ফিরতে চাইলেও সমাজ এবং নিকট স্বজনদের অবহেলা ও নিন্দনীয় কথায় ক্ষোভে তারা আবার মাদকের সাথে জড়িয়ে পরেছে।
তাই পরামর্শ দিয়ে অপূর্ব অপু বলেন, মাদকাসক্তদের নিজের সন্তান কিংবা পরিবারের সদস্য ভেবে সমাজের সকলকে দায়িত্ব পালন করতে হবে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশালের বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক পরিতোষ কুমার কুন্ডু তার বক্তব্যে বলেন, মাদক নিরাময়ের ক্ষেত্রে সবার আগে নিজ পরিবারের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বাবা ও মায়ের তাদের সন্তানকে পর্যাপ্ত সময় দিতে হবে।
মাদকাসক্তদের সঠিক পথে ফিরিয়ে আনতে মাদক নিরাময়ে নিউ লাইফের পদক্ষেপগুলো প্রশংসনীয় উল্লেখ করে তিনি আরও বলেন, সন্তানকে শুধু শাসনের মধ্যে রাখা যাবেনা। তাদের মাঠে বিভিন্ন খেলাধুলায় উৎসাহিত করতে হবে।
দীপ্ত টেলিভিশনের বরিশালের বিভাগীয় প্রতিনিধি মর্তুজা জুয়েলের সঞ্চালনায় গোল টেবিল বৈঠকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশালের আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক তানভীর হাসান বলেন, মাদকাসক্তি একটি জটিল রোগ যা শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব ফেলে। এর থেকে মুক্তি পেতে হলে তাৎক্ষনিক সঠিক চিকিৎসা করাতে হবে।
মাদকাসক্তদের কাউন্সেলিং একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা পদ্ধতি উল্লেখ করে তিনি আরও বলেন, মাদকাসক্তদের পুনর্বাসন একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। এতে রোগীকে নির্দিষ্ট সময় ধরে একটি চিকিৎসা কেন্দ্রে রেখে নিয়মিত কাউন্সেলিং, থেরাপি এবং অন্যান্য চিকিৎসা গ্রহণ করা হয়। পুনর্বাসন কেন্দ্রে রোগীরা অন্যান্য মাদকাসক্তদের সাথে অভিজ্ঞতা বিনিময় করার সুযোগ পায়, যা তাদের সুস্থ জীবনে ফিরে আসতে উৎসাহিত করে।
অ্যাডভোকেট সুফিয়া আক্তার তার বক্তব্যে বলেন, মাদকাসক্ত ব্যক্তির পরিবার তাদের চিকিৎসায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরিবারের সদস্যদের উচিত রোগীর প্রতি সহানুভূতিশীল হওয়া এবং দ্রুত তার চিকিৎসা ব্যবস্থা করা।
সিনিয়র সাংবাদিক আকতার ফারুক শাহীন বলেন, মাদকাসক্তির ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। এতে মানুষজন মাদক থেকে দূরে থাকতে উৎসাহিত হবে এবং যারা মাদকাসক্ত তাদের সঠিক চিকিৎসা গ্রহণে উৎসাহিত করবে।
বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি নিকুঞ্জ বালা পলাশ বলেন, মাদকাসক্তি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এবং এর থেকে মুক্তি পেতে সময় এবং ধৈর্য প্রয়োজন। সঠিক চিকিৎসা এবং সহায়তার মাধ্যমে মাদকাসক্ত ব্যক্তি সুস্থ জীবনে ফিরে আসতে পারে।
গোল টেবিল বৈঠকে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অ্যাডভোকেট বেল্লাল হোসেন, সিনিয়র সাংবাদিক অরূপ তালুকদার, নুরুল আলম ফরিদ, এম আমজাদ হোসাইন, গোপাল সরকার, মুরাদ আহমেদ, কাজী মামুন, কাজী মিরাজ, ফেরদৌস সোহাগ, সাইফুর রহমান মিরন, মোহাম্মদ জাকির হোসেন, সুশান্ত ঘোষ, খালিদ সাইফুল্লাহ, জসীম উদ্দীন, বিপ্লব রায়, গিয়াস উদ্দিন সুমন, মাহমুদ চৌধুরী, জিয়া শাহিন, প্রাচুর্য রানা, নজরুল বিশ্বাস, খোকন আহম্মেদ হীরা,
শাহীন হাসান, সাইদ মেমন, কাওসার হোসেন, শাহিন হাফিজ, সুমন চৌধুরী, সুখেন্দু এদবর, এম মোফাজ্জল, খান রুবেল, সালেহ টিটু, শাওন খান, মুশফিক সৌরভ, মিথুন সাহা, আরিফুর রহমান, ফাহিম ফিরোজ, আরিফ হোসেন, পারভেজ রাসেল, এম সালাউদ্দিন, এফএম নাজমুল, সাঈদ পান্থ, সৈয়দ মেহেদী হাসান, শাকিল মাহমুদ, খন্দকার রাকিব, হাসিবুল ইসলাম, গ্লোবাল ভিলেজ ইউনিভার্সিটির ডেপুটি রেজিস্টার মেহেদী শুভ প্রমুখ।