এক বছর আগে ১৮ জুলাই ২০২৪ আজকের এই দিনে হাসিনার হত্যাযজ্ঞের প্রতিবাদে শহীদ মিনারে দাঁড়িয়েছিলেন নোবিপ্রবির তিন শিক্ষক। কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপটে দেশের বিভিন্ন প্রান্তে যখন শিক্ষার্থীদের ওপর দমন-পীড়ন চলছিল, ঠিক তখনই স্বৈরাচার হাসিনার ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড’ দেশজুড়ে আলোড়ন তোলে। অথচ অধিকাংশ শিক্ষিত শ্রেণি এবং প্রগতিশীল গোষ্ঠী ছিল নীরব।
এই পরিস্থিতিতে, নিপীড়ন বিরোধী শিক্ষক সমাজ ব্যানারে হাসিনার অন্যায় অবিচার হত্যাকান্ডের বিরুদ্ধে দাঁড়ান নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) তিন শিক্ষক। অধ্যাপক ড. হানিফ মুরাদ,অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, অধ্যাপক ড. জাহাঙ্গীর সরকার।
তারা ১৮ জুলাই ২০২৪ তারিখে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে ব্যানার হাতে দাঁড়িয়ে অবস্থান ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন।
নিপীড়ন বিরোধী শিক্ষক সমাজ ওই দিন যে বিবৃতি প্রকাশ করে, তাতে স্পষ্ট ভাষায় বলা হয়:“ছাত্ররা আমারি সন্তান, আমারি ভাই;তাদের বুকে গুলি কেন? রাষ্ট্র যদি প্রতিবাদী ছাত্রদের হত্যা করে, আর সমাজ নীরব থাকে তাহলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের দায় থাকবে। শিক্ষক হিসেবে আমাদের কণ্ঠ চুপ থাকতে পারে না।”
প্রসঙ্গত,২০২৪ সালে কোটা সংস্কারের দাবিতে দেশজুড়ে ছাত্র আন্দোলন নতুন মাত্রা নেয়। ১৬ জুলাই আবু সাইদকে প্রকাশ্যে গুলি করে হত্যার পর এই আন্দোলন আরও শক্তিশালী রুপ নেয়।
নোবিপ্রবির মাত্র তিনজন শিক্ষকের প্রতিবাদের পরপরই তৎকালীন প্রশাসন থেকে তাদের উপর নজরদারি বাড়ানো হয়, বিভিন্ন মহল থেকে মৌখিক হুমকি আসে। তবুও তারা পিছু হটেননি। বরং তাদের এই অবস্থান আজ এক বছর পর নতুন শিক্ষক- শিক্ষার্থীদের মধ্যে প্রতিবাদী চেতনার অনুপ্রেরণা হিসেবে কাজ করছে।