বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১০:৪৬ অপরাহ্ন

ছাত্রদল নেতার প্রচুর ক্ষমতা; মৎস্যজীবীর গরু বিক্রির অভিযোগ

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ২ বার

বরিশালের গৌরনদী উপজেলায় সরকারি অনুদানে মৎস্যজীবীদের দেওয়া গরু জোরপূর্বক বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে গৌরনদী পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো. হিরা রহমান সাদ্দামের বিরুদ্ধে।

পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৎস্যজীবী জালাল হাওলাদার অভিযোগ করেন, উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের প্রকল্পের আওতায় প্রাপ্ত গরুটি গত চারদিন পূর্বে ছাত্রদল নেতা হিরা রহমান সাদ্দাম জোরপূর্বক কেড়ে নিয়ে বিক্রি করে দিয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, সাদ্দাম একই এলাকার বাসিন্দা মো. মুকুল মিয়ার ছেলে এবং স্থানীয়ভাবে প্রভাবশালী রাজনৈতিক দলের নেতা হওয়ায় নিরুপায় হয়ে তাকে কিছু বলতে পারিনি।

তবে অভিযোগ অস্বীকার করে হিরা রহমান সাদ্দাম বলেন, আমার বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে। এটি আমার পরিবারের সাথে পূর্বের ব্যক্তিগত শত্রুতার ফল। রাজনৈতিক ইমেজ নষ্ট করতে একটি মহল ষড়যন্ত্রমূলকভাবে এসব অপপ্রচার চালাচ্ছে।

গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরি বলেন, বিষয়টি আমার জানা নেই। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com