শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০১:১৪ পূর্বাহ্ন

নোবিপ্রবি রিপোর্টার্স ইউনিটির নেতৃত্বে ফুয়াদ আতিক

নোবিপ্রবি প্রতিনিধি:
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) রিপোর্টার্স ইউনিটির ২০২৫-২৬ সেশনের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। সদ্য গঠিত এ কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জাতীয় গণমাধ্যম বাংলাভিশন ও দৈনিক ইত্তেফাকের ক্যাম্পাস প্রতিনিধি ফজলে এলাহী ফুয়াদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক রুপালি বার্তা এর নোবিপ্রবি প্রতিনিধি আতিকুর রহমান।
মঙ্গলবার (১ জুলাই ২০২৫) বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার এবং ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম নতুন কমিটির অনুমোদন দেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি: মো. হোসাইন,যুগ্ম সাধারণ সম্পাদক: মহসিন আবেদীন,দপ্তর সম্পাদক: আব্দুল আহাদ,প্রচার ও
প্রকাশনা বিষয়ক সম্পাদক:আফনান সুলতানা জয়া,অর্থ সম্পাদক: রেদোয়ান আহমেদ,পাঠাগার ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক :আসিফ ইকবাল সজিব,কার্যনির্বাহী সদস্য: নুরুন নবী,তানভীর আহমেদ তানিম,নওফেল আলম।
নোবিপ্রবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি ফজলে এলাহী ফুয়াদ বলেন, এই কমিটি গণতন্ত্র, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীল সাংবাদিকতার ধারা বজায় রাখবে এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন, অনিয়ম ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখবে। এ ছাড়া শিক্ষক শিক্ষার্থী সহ সকলের অধিকার আদায়ে কার্যকর ভূমিকা রাখবে।
নব নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক আতিকুর রহমান বলেন, স্বচ্ছতা জবাবদিহিতা ন্যায় নৈতিকতার মাধ্যমে নোবিপ্রবি ক্যাম্পাসে সাংবাদিকতা চর্চার পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদরে অধিকার আদায়ে নোবিপ্রবি রিপোর্টার্স ইউনিটি সর্বদা কার্যকর ভূমিকা রাখবে।

© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com