বরিশালে ডেঙ্গু আক্রান্তর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘন্টায় বরিশাল জোনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৬৩ জন।
এর মধ্যে বরগুনায় ৯৩ জন এবং বরিশাল শের ই বাংলা মেডিকেলে ভর্তি রয়েছে ৩০ জন।
এখন পর্যন্ত বরিশাল জোনে সরকারি ভাবে চিকিৎসা নিচ্ছে ৪৪২ জন। চলতি মৌসুমে বরিশালে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৪ হাজার ৮৯৪ জন।
এখন পর্যন্ত মৃত্যু ১২ জন, যা বরিশাল স্বাস্থ্য বিভাগের তথ্য মতে। তবে এর বাইরেও ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় বেশ কয়েক জনের মৃত্যুর সংবাদ রয়েছে। বৃস্টি আর রোদের মধ্যবর্তি সময়ের মাঝেই ডেঙ্গুর প্রবনতা বৃদ্ধি পাচ্ছে বরিশাল জোনে।
বিশেষজ্ঞরা বলছেন, জনসচেতনাই পারে ডেঙ্গু প্রতিরোধ করতে। অপর দিকে করোনায় এখন পর্যন্ত তেমন আক্রান্তর সংবাদ না থাকলেও প্রতিদিনই হাসপাতালে পরিক্ষা করানোর জন্য আসছে অনেক মানুষ।
এখন পর্যন্ত বরিশালে হসপাতালে ১২২ জন করোনা পরিক্ষা করিয়েছে। এর মধ্যে শনাক্ত হয়েছে ৩ জন।