শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন

হাবিপ্রবি ছাত্রদলের অবস্থান কর্মসূচি

মুরাদ হোসেন, হাবিপ্রবি
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ৫ বার
জুলাই আন্দোলনে হামলাকারীদের বিচার, ছাত্রলীগের অবৈধ নিয়োগ বাতিল এবং অস্ত্র উদ্ধারের মামলা দায়েরের ৩ দফা দাবিতে দুইদিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল
বুধবার (২৬ জুন) দুপুর ২ টা থেকে এবং পরদিন (২৭ জুন) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে তারা এ অবস্থান কর্মসূচি পালন করেন।
অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাবিপ্রবি শাখা ছাত্রদলের আহ্বায়ক বার্নাড পলাশ, সদস্য সচিব ফরহাদ ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা।
এসময় হাবিপ্রবি শাখা ছাত্রদলের আহ্বায়ক বার্নাড পলাশ বলেন, ” হামলাকারীদের বিচারের ব্যাপারে আমরা হাবিপ্রবি প্রশাসনের নির্লিপ্ততা লক্ষ্য করছি। ৫ই আগষ্টের পর ১১ মাস পেরিয়ে গেলেও প্রশাসন কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ নেয়নি।
অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে যেখানে শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কুণ্ঠাবোধ করেনি, সেখানে হাবিপ্রবিতে ছাত্রলীগের হামলাকারীরা সবার সামনে ঘুরে বেড়াচ্ছে। আমরা চাই ন্যূনতম হলেও এইসব হামলাকারীরা যেনো শাস্তি পায়। আমরা হুশিয়ারী দিয়ে বলতে চাই, যদি শাস্তি নিয়ে কোনো তালবাহানা করা হয়, আমরা কঠোর থেকে কঠোরতম আন্দোলন গড়ে তুলবো।
উল্লেখ্য,জুলাই আন্দোলনে ১৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালায়।
পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত কমিটি গঠনের ৭ মাস পেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন হামলাকারী ও ছাত্রলীগ থেকে নিয়োগ পাওয়া কর্মতাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com