শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০১:০৩ পূর্বাহ্ন

বরিশাল বিশ্ববিদ্যালয় জিরো টলারেন্স বার্তা অন্তর্বর্তী উপাচার্যের

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ৩১ বার

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) অন্তর্বর্তী উপাচার্য হিসেবে দায়িত্ব নিয়েই কঠোর বার্তা দিলেন প্রফেসর ড. মোহাম্মদ তৌফিক আলম। তিনি বলেছেন, ফ্যাসিস্টদের দোসরদের বিরুদ্ধে কোনো ধরনের সহনশীলতা দেখানো হবে না।

বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ে যোগদানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি আরও বলেন, আমি এমন এক সময়ে দায়িত্ব নিচ্ছি, যখন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সমস্যা বিরাজমান। আমার প্রথম কাজ হবে সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধান নিশ্চিত করা।

দুপুর ২টায় সড়কপথে ক্যাম্পাসে পৌঁছানোর পর শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের একাংশ তাকে স্বাগত জানায়। পরে তার উপস্থিতিতে দীর্ঘদিন তালাবদ্ধ থাকা প্রশাসনিক ভবনের তালা খুলে দেওয়া হয় এবং তিনি নিজ কার্যালয়ে গিয়ে দায়িত্ব গ্রহণ করেন। তিনি আরও জানান, বরিশাল বিশ্ববিদ্যালয়ে চলমান আইনি জটিলতা এবং শিক্ষার্থীদের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধান খুঁজে বের করবেন।

এ সময় তিনি স্পষ্ট করে বলেন, যারা ফ্যাসিস্ট শক্তির সহযোগী বা দোসর, তাদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হবে এবং প্রশাসনিকভাবে কঠোর অবস্থান নেওয়া হবে। এ ব্যাপারে আমার অবস্থান জিরো টলারেন্স। পরে তিনি ছাত্র প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন এবং তাদের উদ্বেগ-আপত্তি শোনেন।

প্রসঙ্গত, ১৩ মে রাতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে উপাচার্যের পদ থেকে সরে দাঁড়ান প্রফেসর ড. শুচিতা শরমিন। এরপর অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে দায়িত্ব দেওয়া হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমকে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com