মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ১২:৪৪ অপরাহ্ন

বরিশালে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের২ দফা দাবীতে দুই ঘন্টা কর্মবিরতি

বরিশাল অফিস
  • আপডেট টাইম : সোমবার, ৫ মে, ২০২৫
  • ৪ বার

বরিশালে ২ দফা দাবীতে দুই ঘন্টা কর্মবিরতি পালন করে মানববন্ধন করছে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন।

আজ সোমবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০ টা পর্যন্ত কর্মবিরতি পালন করা হয়। এসময় বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে মানববন্ধন করে তারা।

এসময় বক্তারা বলেন, বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালায় অধীনস্থ আদালত ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস আলোকে বেতন ভাতা প্রদান করতে হবে।

একইসাথে বিদ্যমান জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের প্রথম থেকে ষষ্ঠ গ্রেডের পরে পরবর্তী সপ্তাহ থেকে ১২ তম গ্রেডভুক্ত করতে হবে।

বিদ্যমান ব্লকপথ বিলুপ্ত করে যুগোপযোগী পথ যোগ্যতা ও জ্যেষ্ঠ্যতাী ভিত্তিতে পদোন্নতি রেখে পদোন্নতি স্বতন্ত্র নিয়োগ বিধি প্রণয়ন করতে হবে।

মানববন্ধনে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন বরিশাল জেলা শাখার সভাপতি এসএম হেদায়েতুন্নবী জাকির, সাধারণ সম্পাদক মো কামরল হাসানসহ অংশ গ্রহন করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com