শরীয়তপুরের জাজিরায় দুই পক্ষের সংঘর্ষ ও বোমা বিস্ফোরণের ঘটনার প্রধান অভিযুক্ত কুদ্দুস ব্যাপারীকে (বোমা কুদ্দুস) (৫৪) গ্রেপ্তার করেছে র্যাব-৮।
আজ রোববার বিকেল সাড়ে ৩টায় বরিশালের রুপাতলিতে র্যাব-৮ সদর দপ্তরে এ বিষয়ে ব্রিফিং অনুষ্ঠিত হয়।
এ সময় বরিশাল র্যাব-৮ এর অধিনায়ক লে. কর্নেল নিস্তার আহমেদ জানান, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে শরীয়তপুর জেলার জাজিরা থানাধীন বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে কুদ্দুস বেপারী এবং জলিল মাদবর প্রার্থী ছিলেন।
ওই নির্বাচনে কুদ্দুস বেপারী চেয়ারম্যান পদে নির্বাচিত হয় এবং জলিল মাদবর পরাজিত হয়।
নির্বাচনের পর হতে দুপক্ষের সমর্থকদের মধ্যে চরম বিরোধ চলে আসছে এবং উভয় পক্ষ একাধিকবার সংঘর্ষে লিপ্ত হয়েছে যাতে বেশ কয়েকজন নিহত ও বহু লোক আহত হয়েছে।
এরই জের ধরে গত ৫ এপ্রিল সকাল সাড়ে ৭ টায় শরীয়তপুর জেলার জাজিরা থানাধীন বিলাসপুর ইউনিয়নের কাজিয়ারচর গ্রামের জসিম ইঞ্জিনিয়ারের বাড়ীর সামনে অভিযুক্তদের প্রত্যক্ষ অংশগ্রহণে উভয় পক্ষ এলোপাতাড়ি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে এবং এতে বেশ কয়েকজন আহত হয়।
ওই দিন সকাল সাড়ে ৮ টায় দ্বিতীয়বারের মত শরীয়তপুর জেলার জাজিরা থানাধীন বিলাসপুর ইউনিয়নের মুলাই বেপারীকান্দি গ্রামে ফসলের মাঠে পুনরায় এলোপাতাড়ি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে।
র্যাব আরো জানায়, গ্রেফতারকৃত অভিযুক্তের বিরুদ্ধে শরীয়তপুর জেলার জাজিরা থানায় বিভিন্ন অপরাধের জন্য ১৯ টি এবং ঢাকা মহানগরের বিমানবন্দর ও ভাটারা থানায় একটি করে মামলা রয়েছে।
এঘটনায় শরীয়তপুর জেলার জাজিরা থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেনমছেন বলে জানিয়েছে র্যাব।